হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম হাসান আসকারি (আ.) বলেছেন:
مِنَ التَواضُعِ السَّلامُ عَلى كُلِّ مَنْ تَمُرُّ بِهِ، وَ الْجُلُوسُ دُونَ شَرَفِ الْمَجْلِسِ
পাশ দিয়ে যাওয়া ব্যক্তিকে এবং নিজের মর্যাদার চেয়ে নিকৃষ্ট অবস্থানে বসে থাকা ব্যক্তিকে সালাম করা বিনয় ও নম্রতার লক্ষণ।
(বিহারুল-আনওয়ার, ৭৮/৩৭২/৯)