۱۷ اردیبهشت ۱۴۰۳ |۲۷ شوال ۱۴۴۵ | May 6, 2024
রিযক ও রূযী সম্পর্কে ইমাম জাফার সাদিক (আ.) থেকে বর্ণিত আকর্ষণীয় একটি দুআ
রিযক ও রূযী সম্পর্কে ইমাম জাফার সাদিক (আ.) থেকে বর্ণিত আকর্ষণীয় একটি দুআ

হাওজা / রিযক ও রূযীর ( জীবিকা ) জন্য ইমাম জাফার আস সাদিক ( থেকে ) বর্ণিত সংক্ষিপ্ত অথচ অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ ও আকর্ষণীয় একটি দুআ।

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, রিযক ও রূযীর ( জীবিকা ) জন্য ইমাম জাফার আস সাদিক ( থেকে ) বর্ণিত সংক্ষিপ্ত অথচ অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ ও আকর্ষণীয় একটি দুআ :

از معاویة بن عمّار نقل‌شده: از امام صادق(علیه‌السلام) درخواست کردم تا برای رزق دعایی به من بیاموزد، آن حضرت این دعا را به من آموخت و من برای زیاد شدن رزق، چیزی بهتر از این ندیدم.

মুয়াবিয়া ইবনে আম্মার থেকে বর্ণিত হয়েছে : আমি একদা হযরত ইমাম জাফর সাদিকের (আ) কাছে আমাকে রিযক ও রূযীর ( জীবিকা ) একটি দুআ

শিখানোর জন্য অনুরোধ করলে তিনি ( আ ) আমাকে রিযক ও রূযীর জন্য এই দুআটি শিখালেন :

اللّٰهُمَّ ارْزُقْنِي مِنْ‌فَضْلِكَ الْوَاسِعِ الْحَلالِ الطَّيِّبِ، رِزْقاً واسِعاً حَلالاً طَيِّباً بَلاغاً لِلدُّنْيا وَالْآخِرَةِ صَبّاً صَبّاً، هَنِيئاً مَرِيئاً مِنْ غَيْرِ كَدٍّ وَلَا مَنٍّ مِنْ أَحَدٍ مِنْ خَلْقِكَ إِلّا سَعَةً مِنْ فَضْلِكَ الْوَاسِعِ، فَإِنَّكَ قُلْتَ: ﴿وَ سْئَلُوا اللّٰهَ مِنْ فَضْلِهِ﴾، فَمِنْ فَضْلِكَ أَسْأَلُ، وَمِنْ عَطِيَّتِكَ أَسْأَلُ، وَمِنْ يَدِكَ الْمَلْأَىٰ أَسْأَلُ.

مفاتیح_الجنان

হে আল্লাহ ! আপনার বিশাল ব্যাপক ( অফুরন্ত ) পাক পবিত্র হালাল কৃপা ও অনুগ্রহ ( ফযল) থেকে ব্যাপক ( অফুরন্ত ) পাক পবিত্র হালাল (বৈধ) রিযক ( জীবিকা) আমাকে প্রদান করুন যা হবে দুনিয়া ও আখেরাতের জন্য মনোহর ও সুখকর , বিরতিহীনভাবে (গুরি গুরি বৃষ্টির মত ) ঝরতে ও বর্ষিত হতে থাকবে ( কখনো শেষ হবে না এবং অবিরাম ধারায় আসতেই থাকবে ) , স্বাস্থ্যকর , সুপেয় ও সুস্বাদু , কোনো কষ্ট ও ক্লেশ এবং আপনার কোনো মখলূকের ( সৃষ্ট জীব ও বান্দা ) দয়া ও করুণা ( মিন্নাহ مِنَّةٌ ) ছাড়াই কেবল আপনার বিশাল অফুরন্ত কৃপা ও অনুগ্রহের বিশালতা থেকে যা ( ঐ রিযক ) হবে উৎসারিত । কারণ আপনি বলেছেন : " মহান আল্লাহর কাছে তাঁর কৃপা ও অনুগ্রহ থেকে চাও ও প্রার্থনা কর তোমরা । " আর তাই আমি আপনার কৃপা ও অনুগ্রহ থেকে প্রার্থনা করছি ও চাচ্ছি , আপনার মহান দান ও দয়া দাক্ষিণ্য থেকে চাচ্ছি ও প্রার্থনা করছি এবং আপনার পূর্ণ হস্ত থেকে ( আমাকে রিযক দেওয়ার জন্য ) প্রার্থনা ও প্রত্যাশা করছি । ( এখানে পূর্ণ হস্ত অর্থাৎ আল - ইয়াদুল মাল'আর অর্থ হচ্ছে একমাত্র মহান আল্লাহর কাছেই রয়েছে সকল সম্পদের ভাণ্ডার যা কখনো ফুরাবে না এবং কখনো রিক্ত ও শেষ হবে না । )

দ্র: মাফাতীহুল জিনান

تبصرہ ارسال

You are replying to: .