হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনযুায়ী, নিম্নলিখিত হাদিসটি "আল-কাফি" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
আল্লাহর রসূল (সা.) বলেছেন:
مَنْ سَلَكَ طَرِيقاً يَطْلُبُ فِيهِ عِلْماً سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقاً إِلَى الْجَنَّةِ وَ إِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ الْعِلْمِ رِضًا بِهِ وَ إِنَّهُ يَسْتَغْفِرُ لِطَالِبِ الْعِلْمِ مَنْ فِي السَّمَاءِ وَ مَنْ فِي الْأَرْضِ حَتَّى الْحُوتِ فِي الْبَحْرِ وَ فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلَى سَائِرِ النُّجُومِ لَيْلَةَ الْبَدْرِ وَ إِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاء
যে জ্ঞানের পথে চলে, আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যান আর ফেরেশতারা আনন্দে তাদের ডানা মেলে দেয় আর জমীন ও আকাশের সবাই, এমনকি সমুদ্রের মাছও অর্জনকারীদের (ইলমে দ্বীন) জন্য ক্ষমা প্রার্থনা করে।একজন আবিদের ওপর আলেমের শ্রেষ্ঠত্ব চতুর্দশ রাতের তারার ওপর চাঁদের শ্রেষ্ঠত্বের মত। প্রকৃতপক্ষে আলেমগণ নবীদের উত্তরাধিকারী।
(আল-কাফী ; ১ম খণ্ড; পৃ. ৩৪)