মুহাম্মদ মুনীর হুসাইন খান
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কেন গরমে স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্র ? কারণ , শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবী ইতিমধ্যেই প্রায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণ হয়েছে। কার্বন নিঃসারণ কমানো না গেলে এক সময় বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে আমাদের পৃথিবী।
তথাকথিত এ শিল্প বিপ্লব ও যুগ শুরু হয়েছে তিনশো ২০ বছর আগে অষ্টাদশ শতাব্দীর প্রথম থেকে । বর্তমান শিল্পের গতিপ্রকৃতি না পাল্টালে পৃথিবী তো উত্তপ্ত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে যাবেই । এখন সময় এসেছে এ ব্যাপারে চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। তা না হলে মানুষের জীবন দিন দিন দুর্বিসহ হয়ে যাবে । এটা কি শিল্পোন্নত দেশগুলো ( প্রাচ্য ও পাশ্চাত্য ) আন্তরিক ভাবে উপলব্ধি করে কি ? এদের সবার লক্ষ্য হচ্ছে বস্তু গত লাভ ও স্বার্থ সিদ্ধি এবং ভোগবাদী প্রবণতা । আর এ কারণেই এরা মাত্রাতিরিক্ত শিল্প ও কৃষি উৎপাদন করে যাচ্ছে । অথচ সম্পদ , বিত্ত ও খাদ্যের ন্যায্য বন্টন হচ্ছে না পৃথিবীতে। ফলে পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ মানুষের ( ২৬৯ কোটি) খাদ্য নিরাপত্তা নেই। অথচ মাত্রাতিরিক্ত শিল্প ও কৃষি উৎপাদন হচ্ছে !!! এগুলো যাচ্ছে কোথায় ? যাচ্ছে সব "অবার মা"র চুলায় ! আসলে এ সব শিল্প ও কৃষি পণ্যের অপচয়ও ( ইসরাফ ) হচ্ছে প্রচুর। আর এ সব অপচয়ের সিংহভাগ করছে তথাকথিত শিল্পোন্নত দেশগুলোই এবং এ কারণে তারা শয়তানের ভাই !!