۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
গরমে স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্রও
গরমে স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্রও

হাওজা / শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবী ইতিমধ্যেই প্রায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণ হয়েছে। কার্বন নিঃসারণ কমানো না গেলে এক সময় বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে আমাদের পৃথিবী।

মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কেন গরমে স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্র ? কারণ , শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবী ইতিমধ্যেই প্রায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণ হয়েছে। কার্বন নিঃসারণ কমানো না গেলে এক সময় বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে আমাদের পৃথিবী।

তথাকথিত এ শিল্প বিপ্লব ও যুগ শুরু হয়েছে তিনশো ২০ বছর আগে অষ্টাদশ শতাব্দীর প্রথম থেকে । বর্তমান শিল্পের গতিপ্রকৃতি না পাল্টালে পৃথিবী তো উত্তপ্ত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে যাবেই । এখন সময় এসেছে এ ব্যাপারে চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। তা না হলে মানুষের জীবন দিন দিন দুর্বিসহ হয়ে যাবে । এটা কি শিল্পোন্নত দেশগুলো ( প্রাচ্য ও পাশ্চাত্য ) আন্তরিক ভাবে উপলব্ধি করে কি ? এদের সবার লক্ষ্য হচ্ছে বস্তু গত লাভ ও স্বার্থ সিদ্ধি এবং ভোগবাদী প্রবণতা । আর এ কারণেই এরা মাত্রাতিরিক্ত শিল্প ও কৃষি উৎপাদন করে যাচ্ছে । অথচ সম্পদ , বিত্ত ও খাদ্যের ন্যায্য বন্টন হচ্ছে না পৃথিবীতে। ফলে পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ মানুষের ( ২৬৯ কোটি) খাদ্য নিরাপত্তা নেই। অথচ মাত্রাতিরিক্ত শিল্প ও কৃষি উৎপাদন হচ্ছে !!! এগুলো যাচ্ছে কোথায় ? যাচ্ছে সব "অবার মা"র চুলায় ! আসলে এ সব শিল্প ও কৃষি পণ্যের অপচয়ও ( ইসরাফ ) হচ্ছে প্রচুর। আর এ সব অপচয়ের সিংহভাগ করছে তথাকথিত শিল্পোন্নত দেশগুলোই এবং এ কারণে তারা শয়তানের ভাই !!

تبصرہ ارسال

You are replying to: .