۲۰ مهر ۱۴۰۳ |۷ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 11, 2024
১০ই মুহররাম কারবালার শহীদদের স্মরণে পবিত্র আশুরা মিছিল
১০ই মুহররাম কারবালার শহীদদের স্মরণে পবিত্র আশুরা মিছিল

হাওজা / ১০ই মুহররাম কারবালার শহীদদের স্মরণে, পবিত্র আশুরার মিছিল মোহাম্মদপুরের শোক মিছিল দাস্তা-এ-হুসেইনীর আয়োজনে বের হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, প্রতি বছরের ন্যায় এই বছরও ১০ই মুহররাম কারবালার শহীদদের স্মরণে, পবিত্র আশুরার মিছিল মোহাম্মদপুরের শোক মিছিল দাস্তা-এ-হুসেইনীর আয়োজনে বের হয়।

মিছিলটি শিয়া জামে মসজিদ হতে নুরজাহানরোড - আসাদগেট - ফার্মগেট - বিজয়স্মরণী - নাখালপাড়ায় সমাপ্ত হয়।

এই মিছিলের সাথে মিরপুর কারবালা মার্কাজি ইমামবাড়ী ও পল্টন ইমাম বাড়ীর ঢাকা থেকে আগত সকল আহলে বাইতের অনুসারীরা মিলে অংশগ্রহণ করেন। হাজার হাজার মানুষ সম্মিলিত অংশগ্রহণে হয়ে এই শোক মিছিল সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

দাস্তা-এ-হুসাইনীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভাইদের ও হুসাইনী ট্রাস্টের সকল সদস্যদের।

تبصرہ ارسال

You are replying to: .