۲۰ مهر ۱۴۰۳ |۷ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 11, 2024
ছবি
হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ বাকির মজলিশি রিজভী

হাওজা / উলুবেড়িয়া থানার অন্তর্গত উত্তর দোড়ল গ্রামে আশুরার দিনে মহার্রমের শোক মিছিলের আয়োজন করা হয় ৷

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সুইডেনে পবিত্র কোরআন পড়ানোর প্রতিবাদে হাওড়া জেলার উলুবেড়িয়া থানার অন্তর্গত উত্তর দোড়ল গ্রামে আশুরার দিনে মহার্রমের শোক মিছিল ৷

উক্ত শোক মিছিলে উপস্থিত ছিলেন মৌলানা সৈয়দ বাকির মজলিশি রিজভী সাহেব ৷ তিনি বলেন পবিত্র কুরআন তথা দ্বীণ ইসলামকে রক্ষা করতে হোসাইন (আঃ) কারবালায় গিয়েছিলেন ৷

যারা তখন হোসাইন (আঃ) কে শহীদ করেছিল সেই জালেম আজও আছে ৷ তারাই আজ পবিত্র কুরআন কে পোড়াচ্ছে ৷

আমরা সর্বদাই পবিত্র কুরআন ও হোসাইন (আঃ) এর পক্ষে ৷

تبصرہ ارسال

You are replying to: .