হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পবিত্র কোরআনের অব্যাহত অবমাননা নিয়ে আজ সুইডেন ও ডেনমার্কে ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পবিত্র কোরআন অবমাননার দুঃখজনক ঘটনা নিয়ে আজ ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ওআইসি মহাসচিব।
এ প্রসঙ্গে ওআইসির মহাসচিব বলেছেন, সৌদি আরবের অনুরোধে জেদ্দায় ইসলামি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে।
বৈঠকে সুইডেন ও ডেনমার্কের উস্কানিমূলক ঘটনা পর্যালোচনা করা হবে। পররাষ্ট্রমন্ত্রীদের ১৮তম জরুরি বৈঠকটি ২শে জুলাই ওআইসি বৈঠকের বিবৃতি বাস্তবায়নের অংশ।
এর আগে সুইডেন ও ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পবিত্র কোরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান, ইরাক ও পাকিস্তানসহ অন্যান্য মুসলিম দেশগুলো এ ধরনের ঘটনা বন্ধের জন্য সংশ্লিষ্ট সরকার ও অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে।
এ ছাড়া ইরান, পাকিস্তান, ইরাক, ইয়েমেন, লেবানন, সিরিয়াসহ বিভিন্ন দেশে পবিত্র কোরআন অবমাননার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং প্রতিবাদের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।