۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
আল্লাহর নিকট পৌঁছানোর জন্য ইমাম হোসাইন (আ.)-এর উপদেশ
আল্লাহর নিকট পৌঁছানোর জন্য ইমাম হোসাইন (আ.)-এর উপদেশ

হাওজা / হযরত ইমাম হোসাইন (আ.) একটি রেওয়ায়েতে আল্লাহর কাছে পৌঁছানোর পথ নির্দেশ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি ‘এলালুশ-শেরায়ে’ গ্রন্থ থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম হোসাইন (আ.) বলেছেন:

اَيُّهَا النّاسُ! اِنَّ اللّه َ جَلَّ ذِكْرُهُ ماخَلَقَ الْعِبادَ اِلاّ لِيَعْرِفُوهُ، فَاِذا عَرَفُوهُ عَبَدُوهُ، فَإذا عَبَدُوهُ اسْتَغْنُوا بِعِبادَتِهِ عَنْ عِبادَةِ ماسِواهُ. فَقالَ لَهُ رَجُلٌ: يَابْنَ رَسُولِ اللّه ِ بِأَبى أَنْتَ وَاُمّي فَما مَعْرِفَةُ اللّه ِ؟ قالَ: «مَعْرِفَةُ أَهْلِ كُلِّ زَمانٍ إِمامَهُمْ اَلَّذى يَجِبُ عَلَيْهِمْ طاعَتُهُ.»

হে জনগণ! সর্বশক্তিমান আল্লাহ বান্দাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র এই জন্য যে তারা তাঁর সম্পর্কে মারেফাত লাভ করতে পারে আর যখন মারেফাত লাভ করেনেবে তখন তাঁর ইবাদত করবে।যখন তারা তাঁর ইবাদত করবে, তখন তারা তাঁকে ছাড়া অন্য কিছুর ইবাদত থেকে মুক্ত থাকবে।অতঃপর এক ব্যক্তি জিজ্ঞেস করল: আমার পিতা-মাতা, আপনার উপর কুরবান, আল্লাহর মারেফাত কি? তিনি বললেন: প্রত্যেক যুগে (একমাত্র আল্লাহর মারেফাত) তাদের ইমামকে চেনা ও জানা তাদের উপর ওয়াজিব।

(এলালুশ-শেরায়ে, পৃ. ৯)

تبصرہ ارسال

You are replying to: .