۲۳ اردیبهشت ۱۴۰۳ |۴ ذیقعدهٔ ۱۴۴۵ | May 12, 2024
News ID: 392465
7 اگست 2023 - 19:17
সমবেদনা পত্র
সমবেদনা পত্র

হাওজা / নাজাফ প্রবাসী বাঙালি ছাত্রবৃন্দের পক্ষ হতে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মাওলানা ফিরোজ হুসাইন যাইদী সাহেবের মাতার ইন্তেকালে সমবেদনা জ্ঞাপন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

নাজাফ প্রবাসী বাঙালি ছাত্রবৃন্দের পক্ষ হতে এক মা হারা সন্তান (হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মাওলানা ফিরোজ হুসাইন যাইদী সাহেব ক্বিবলা) এর প্রতি সমবেদনা জ্ঞাপন।

এই কঠিন, কঠোর, হিংস্র ও কপট পৃথিবীতে একমাত্র বিশ্বস্ত হল মাতৃত্বের ছায়া। মা যেমন ভাবে পেটে আশ্রয় দেয় তেমন ভাবে কেউ আশ্রয় দিতে পারেনা।যার তলে মানুষ সূখ অনুভব করে। নিজের সমস্ত অস্তিত্ব দিয়ে মা তাঁর সন্তানদের আগলে রাখে। নিজের জীবন বিপন্ন করে পৃথিবীর বুকে নতুন ফুলের সমাগাম ঘটায়। তিলেতিলে সেই ফুল কে বড়ো করে তোলে। তার না বলা কথা মা বুঝতে পারে। তার সমস্ত প্রয়োজন বলার আগেই পূর্ণ করে। মা এমন এক অস্তিত্ব নিজের সবকিছুই সন্তানদের জন্য বিলিয়ে দেয়। মৃত্যু সহ্যায় থেকেও মা সন্তানদের দীর্ঘ জীবনের দোয়া দিতে থাকে।

সেই মা যখন আমাদেরকে এই কঠিন, কঠোর, হিংস্র ও কপট পৃথিবীতে একা ফেলে আখেরাতের দিকে চলে যায়, সেই মুহূর্ত ও মা বিনা পরবর্তী মুহূর্ত গুলো আমাদের জন্য হয়ে উঠে কন্টকময় ও আমাদের মন বিষাদে ভরে উঠে। পায়ের তলার মাটি সরে যায়। কেন যাবে না, যে মায়ের পায়ের তলে জান্নাত, আজ সেই মা আমাদের কে এতিম করে চলে গিয়েছে।

আমরা নাজাফ প্রবাসী বাঙালি ছাত্রবৃন্দ (বাকিয়াতুল্লাহ (আ.) অর্গানাইজেশন (নাজাফ)) গভীর ভাবে সমবেদনা জ্ঞাপন করছি, মা হারা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মাওলানা ফিরোজ হুসাইন যাইদী সাহাব ক্বিবলা কে ও তাঁর পরিবারবর্গ কে। আল্লাহের দরবারে দোয়া করি হে আল্লাহ আপনি তাঁকে এই মহা মুছিবতে ইমাম হুসাইন আঃ এর শোকের অছিলায় ধৈর্য ধারণ করার সক্ষমতা প্রদান করুন এবং আমাদের ও তাঁর মায়ের সমস্ত গুনাহকে আপনার অপার করুনার অছিলায় মাফ করে দিন এবং ওনাকে আহলেবাইতের প্রতিবেশী অন্তর্ভুক্ত করুন। আমীন ইয়া রাব্বাল আলামীন।

শোকাহত

নাজাফ প্রবাসী বাঙালি ছাত্রবৃন্দ।

বাকিয়াতুল্লাহ (আঃ) অর্গানাইজেশন।

তারিখ:৭/৮/২৩.

বার: সোমবার,

تبصرہ ارسال

You are replying to: .