হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি ‘আল-তামহীস’ গ্রন্থ থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
আমীরুল মুমিনীন (আ:) বলেন:
مِن كُنوزِ الجَنَّةِ : البِرُّ و إخفاءُ العَمَلِ، و الصَّبرُ على الرَّزايا، و كِتمانُ المَصائبِ
জান্নাতের অন্যতম ধন হল নেক আমল করা, গোপনে কাজ করা, কষ্টে ধৈর্য ধারণ করা এবং তা প্রকাশ না করা।
(আল-তামহীস: ৬৬/১৫৩)