হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের হামদান শহরে সাংস্কৃতিক ও সামাজিকভাবে সক্রিয় নার্স এবং নারীদের এক সমাবেশে হজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলিমীন হাবিবুল্লাহ শাবানী বিভিন্ন ক্ষেত্রে নারীদের কার্যক্রম ও প্রচেষ্টার প্রশংসা করেন।
তিনি বলেন: আজ আমরা সমাজে অনেক সাংস্কৃতিক সমস্যা প্রত্যক্ষ করছি এবং যদি নারীদের দ্বারা কার্যকর সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত না হতো, তাহলে আমরা এই সামাজিক ও সাংস্কৃতিক সমস্যার আরো তীব্রতা প্রত্যক্ষ করতাম।
হাবিবুল্লাহ শাবানী বলেন: হামদান প্রদেশে অনেক মেধাবী ও প্রতিভাবান নারী রয়েছে। আপনাদের জনগণের সম্মিলিত কর্মসূচিতে নারী ও পরিবারের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে।
ইমাম জুমা হামদান বলেন: তোমাদের নারীদের উচিত পারিবারিক বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া কারণ নারীদের প্রধান দায়িত্ব হলো পরিবারকে রক্ষা করা এবং পরিবার ব্যবস্থা বজায় রাখা।
তিনি বলেন: আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ড যেন আপনার ঘরোয়া ও পারিবারিক বিষয়ের ক্ষতি না করে এবং আপনার পারিবারিক গুরুত্বপূর্ণ দায়িত্ব ভুলে যাওয়া উচিত নয়।
হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলিমীন হাবীবুল্লাহ শাবানী আরো বলেন: সকল বিষয়ে পারিবারিক বিষয়ের দায়-দায়িত্ব হল মূল ও ভিত্তি। আপনাদের সকলের উচিত সাধ্যমত পারিবারিক সমস্যা সমাধানে নিজ নিজ ভূমিকা পালন করা।