অনুবাদ: মুহাম্মদ মুনীর হুসাইন খান
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মহানবীর (সা) বলেন : " আমার খলীফারা ( মাত্র ) ১২ ( বারো ) জন । "
অর্থাৎ মহানবীর (সা) খলীফারা কেবল ১২ জন ( এ সংখ্যার চেয়ে ) না কম না বেশী ।
এই রেওয়াত ও হাদীস কেবল সত্যপন্থী ইসনা আশারীয়া ( বারো ) ইমামীয়া শিয়া মাযহাব ব্যতীত অন্য কোন ইসলামী মাযহাব ও ফিরকার সাথে মোটেও মিল ও খাপ খায় না । এ রেওয়াত না আহলে সুন্নাতের কোনো মাযহাবের সাথে , না যায়দী মাযহাবের সাথে , না ইসমাঈলীয়া ফিরকার সাথে আর না অন্যান্য মাযহাবের সাথে মিলে । " আমার খলীফারা মাত্র ১২ জন । " - এ হাদীসের অন্তর্নিহিত সুক্ষ্ম বিষয়টি হচ্ছে যে বারো খলীফা সংক্রান্ত এ হাদীস অকাট্য , সুনিশ্চিত ও মুতাওয়াতির হাদীস সমূহের অন্তর্ভুক্ত । শিয়া - সুন্নী সবাই এ হাদীসটি বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন।
সহীহ বুখারী ও সহীহ মুসলিম যা আহলে সুন্নাতের মতে পবিত্র কুরআনের পরে সবচেয়ে সহীহ গ্রন্থ সেগুলোয় ১৭ বা ১৮ বার " আমার খলীফারা মাত্র ১২ জন " - এ হাদীসটা বর্ণিত হয়েছে। আর শিয়া সূত্র সমূহে " আমার খলীফারা মাত্র বারো জন । " - এ হাদীসটি বিভিন্ন ভাষাশৈলীতে বিস্তারিত ভাবে বর্ণিত হয়েছে ।
এ ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে এই যে " আমার খলীফারা মাত্র বারো জন । " - এ হাদীসের ব্যাপারে বারো ইমামীয়াহ শিয়াদের প্রতিপক্ষরাও তাদের ( শিয়াদের ) সাথে দুটো ক্ষেত্রে একমত । ( ১ ) আমীরুল মু'মিনীন ইমাম আলী (আ ) "আমার খলীফারা মাত্র বারো জন ।" - এ হাদীসে উল্লেখিত বারো খলীফার অন্তর্ভুক্ত যা শিআরাও মেনে নিয়েছে এবং আহলে সুন্নাতও মানে এবং ( ২ ) হযরত ইমাম মাহদী ( আ)ও " আমার খলীফারা মাত্র ১২জন । " - এ হাদীসে বর্ণিত ১২জন খলীফার অন্তর্ভুক্ত । আর এ বিষয়ে যেমন শিয়ারা বিশ্বাসী ঠিক তেমনি আহলে সুন্নাতও। আর তাদের ( বারো খলীফার ) মধ্যকার সর্বশেষ খলীফা যে ইমাম মাহদী ( আ ) তা একদম সুস্পষ্ট ও সুবিদিত । অথচ আহলে সুন্নতের বড় বড় আলেম ও বুযুর্গ ব্যক্তি এ হাদীস সংক্রান্ত এক গভীর সমস্যার সম্মুখীন । আর তা হল যে এ বারো খলীফার বাকী দশ জন কারা ? !!
সূত্র : www.valiasr_aj.com