রিপোর্ট: মুহাম্মদ মুনীর হোসাইন খান
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মিডল ইস্ট মনিটর পত্রিকার রিপোর্ট : ( গাযা - ইসরাইল যুদ্ধের বিরূপ প্রতিক্রিয়া ও নেতিবাচক প্রভাব ইসরাইলের ওপর ) 7 অক্টোবরের ( 7-10-2023 ) পর প্রায় পাঁচ লাখ ইসরাইলী যায়নবাদী ইহুদি ( ইসরাইল ত্যাগ করে দেশের বাইরে অর্থাৎ বিদেশে ) চলে গেছে !!
এ রিপোর্ট সংক্রান্ত মন্তব্য : দেশত্যাগী এ পাঁচ লাখ ইসরাইলী যায়নবাদী ইহুদি ইসরাইলী ইসরাইলের 90 লাখ ইহুদি জনসংখ্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরাইল ত্যাগ কারীদের সংখ্যা এই 5 লাখেই সীমাবদ্ধ থাকবে না বরং গাযা-ইসরাইল যুদ্ধ আরো দীর্ঘায়িত হলে সামনে তা আরো বাড়বে । শুধু তাই নয় , ইসরাইলে স্থায়ী বসবাসের জন্য আগন্তুকদের সংখ্যা গত অক্টোবরে ( 2023 ) 50% এবং গত নভেম্বরে ( 2023 ) 70% হ্রাস পেয়েছে !! তার মানে এখন থেকে বিশ্বের ইহুদিদেরকে নিরাপদ নির্ঝঞ্ঝাট উন্নত বাসভূমি হিসেবে ইসরাইল আর হাতছানি দিয়ে আর ডাকতে পারবে না । (ইসরাইল)
আর এর ফলে ইসরাইলে ভয়াবহ জনসংখ্যা ঘাটতি , সমস্যা ও সংকট দেখা দেবে যা ইসরাইলের অস্তিত্বকে বিপন্ন এমনকি ধ্বংস করে দিতে পারে। এ থেকে বোঝা যায় যে ইসরাইল হচ্ছে একটা মেকি কৃত্রিম ভঙ্গুর রাষ্ট্র যা প্রতিষ্ঠিত হয়েছে ইতিহাস বিকৃতি, জালিয়াতি, মিথ্যাবাদিতা, কুসংস্কার, সন্ত্রাসবাদ , জঙ্গীবাদ , আগ্রাসন , আক্রমণ, দখলদারি, জবরদখল, গণহত্যা, প্রজন্ম হত্যা, জোর জুলুম, অন্যায় ,উৎপীড়ন , শোষণ , নির্যাতন, নিগ্রহ, অধিকার হরণ , চরম ধর্মীয় অসহিষ্ণুতা, জাতিগত বর্ণবৈষম্য বাদ এবং ভয়ঙ্কর সাম্প্রদায়িকতার ওপর। এ জন্যেই রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী এই ইসরাইল রাষ্ট্রটির স্থায়িত্ব নেই। হিযবুল্লাহর নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহর ভাষায় আসলে ইসরাইল মাকড়সার বাসার চাইতেও দুর্বল ।