হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "আল গাদীর" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
আমীরুল মুমিনীন ইমাম আলী (আ:) বলেছেন:
مَنْ تَقَدَّمَ عَلَی قَوْمٍ وَ هُوَ یَرَی فِیهِمْ مَنْ هُوَ أَفْضَلَ فَقَدْ خَانَ اللهَ وَ رَسُولَهُ وَ المُؤمِنینَ
যে ব্যক্তি নিজেকে সমাজে অন্যদের চেয়ে এগিয়ে ঘোষণা করে যখন সে জানে যে তার চেয়েও বেশি যোগ্য লোক আছে, সে অবশ্যই আল্লাহ, রাসূল ও মুমিনদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
(আল-গাদীর/খণ্ড ৮/পৃ. ২৯১)