۳۰ اردیبهشت ۱۴۰۳ |۱۱ ذیقعدهٔ ۱۴۴۵ | May 19, 2024
লোহিত সাগরে ইসরাইলের সাথে সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর ইয়ামানীদের আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধের প্রভাব।
লোহিত সাগরে ইসরাইলের সাথে সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর ইয়ামানীদের আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধের প্রভাব।

হাওজা / লোহিত সাগরে ইসরাইলের সাথে সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর ইয়ামানীদের আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধের প্রভাব।

রিপোর্ট: মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, লোহিত সাগরে ইসরাইলের সাথে সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর ইয়ামানীদের আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধের প্রভাব :

ইয়ামানীদের হামলায় ইসরাইল , মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র) , যুরা (যুক্তরাজ্য) এবং পশ্চিমাদের অর্থনৈতিক অবস্থা যে করুণ হয়ে গেছে এবং দিন দিন যে তা আরো কঠিন ও খারাব হয়ে যাচ্ছে তা স্পষ্ট হয়ে যায় " হুথিদের হামলায় ব্যহত হচ্ছে ব্যবসা , বলছে ব্রিটিশ রপ্তানিকারকরা । " - এ সংবাদ প্রতিবেদন থেকে। (হুথিদের হামলা)

ইয়ামানীদের হামলায় নাকি যুরার (যুক্তরাজ্য) অর্ধেকের বেশি রপ্তানিকারকের ব্যবসা ব্যাহত হয়েছে। ( যদি যুরার [যুক্তরাজ্য] এ অবস্থা হয় বাকী পশ্চিমা দেশেরও অনুরূপ অবস্থা হবে । )

যুরার ৫৫% শতাংশ রপ্তানিকারক জাহাজ চলাচলে বড় ধরনের খরচ ( যেমন : কন্টেইনারের ভাড়া ৪ গুণ বৃদ্ধি) ও বিলম্বের কথা ( পণ্য ডেলিভারি ও মাল খালাসের সময়ে ৪ সপ্তাহ বিলম্ব ) জানিয়েছে ।

৫৩ % উৎপাদনকারী এবং ব্যবসা থেকে ভোক্তা পরিষেবা সংস্থাগুলোও ঐ একই সমস্যার কথা জানিয়েছে ।

২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে পরিচালিত এক সমীক্ষা অনুযায়ী, সকল ধরনের ব্যবসার মধ্যে ৩৭% কোম্পানি নাকি ইয়ামানীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে!

বিসিসির ( ব্রিটিশ চেম্বার অব কমার্স) গবেষণায় প্রকাশ : " *বর্তমান পরিস্থিতি যত বেশি সময় ধরে চলতে থাকবে তত বেশি বাড়তি ব্যয়ের চাপ তৈরি হতে শুরু করবে বলে আশঙ্কা রয়েছে। "*

(( এর মা'নে ইসরাইলের ওপর আত্মত্যাগী বীর ইয়ামানীদের আরোপিত অবরোধ কাজ করছে। গাযায় যদি ইসরাইল তার বর্বর নৃশংস হামলা , আগ্রাসন , গণহত্যা ও সকল যুদ্ধাপরাধ বন্ধ করে দেয় , সৈন্য প্রত্যাহার করে তাহলে ইয়ামানও এ অবরোধ তুলে নেবে। কিন্তু মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) , যুরা (যুক্তরাজ্য) , ইউরোপীয় ইউনিয়ন ইসরাইলের হামলা, আগ্রাসন, হত্যাজজ্ঞ , গণহত্যা ও সব ধরণের যুদ্ধাপরাধ বন্ধ না করে ইয়ামানের ওপর হামলা শুরু করে এবং আজ প্রায় দুমাস ধরে তারা হামলা চালাচ্ছে ইয়ামানের ওপর । কিন্তু এতে সমস্যার কোনো সমাধান হয় নি । মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) ও যুরার ( যুক্তরাজ্য ) এ আক্রমণের ফলাফল ভালো হয় নি বরং এতে করে মাযুরা ও যুরা বিশ্ব বাণিজ্যকে মারাত্মক ভাবে ব্যাহত করে দিয়েছে। এর জন্য ইয়ামান নয় মাযুরা ও যুরাই আসল দায়ী ও অপরাধী ( real culprit and responsible ) । )) আর গাযা - ইসরাইল যুদ্ধ ও সংকট মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) , যুরা (যুক্তরাজ্য) এবং পশ্চিমারা সমাধান করতে পারবে না এবং সমাধান করতেও অনিচ্ছুক তারা। কারণ, মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) , যুরা (যুক্তরাজ্য) ইসরাইল ও পশ্চিমারা সবাই এক সূত্রে গাঁথা। তাই ইসরাইলের ওপর অবরোধ মানে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) , যুরা (যুক্তরাজ্য) ও পশ্চিমাদের সবার ওপর অবরোধ !!! আর এ কারণেই ইসরাইলের ওপর সফল ও সার্থক অবরোধ আরোপ করায় রাগে গোসসায় বিস্ফারিত হয়ে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) ও যুরা ( যুক্তরাজ্য) ইয়ামানের ওপর বর্বর হামলা চালাচ্ছে গত দুই মাস ধরে । প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে লোহিত সাগর - সুয়েজ ক্যানাল - ভূমধ্য সাগর রুটে জাহাজ চলাচল আনুমানিক ৪২ % হ্রাস পেয়েছে । যুরার (যুক্তরাজ্য) ২য় সবচেয়ে জনপ্রিয় চা ব্র্যান্ড 'টেটলি টি' নাকি অনেক কঠোর সমস্যার সম্মুখীন হচ্ছে এই মাসের শুরু থেকেই । (( আর এ সমস্যা চলতে থাকলে ও সংঘর্ষ বৃদ্ধি পেলে ও ব্যাপক হলে যুরা (যুক্তরাজ্য) , মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র) ও পশ্চিমা দেশগুলোর বহু অগণিত ব্র্যান্ডের ভাগ্যও যুরার (যুক্তরাজ্য)২য় জনপ্রিয় চা ব্র্যান্ড 'টেটলি টি'র ভাগ্যের অনুরূপ হয়ে যাবে যদি এ সমস্যা ও সংকটের প্রকৃত ন্যায্য সমাধান করা না হয় ।

অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে ইসরাইলের ওপর আত্মত্যাগী বীর ইয়ামানীদের আরোপিত অবরোধে খোদ ইসরাইল , মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র ) , যুরা (যুক্তরাজ্য) সহ *পশ্চিমাদের হালুয়া টাইট* হয়ে গেছে !!

تبصرہ ارسال

You are replying to: .