۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
শবে কদরের রাতে ইমাম হাসানের ( আ ) দুআ
শবে কদরের রাতে ইমাম হাসানের ( আ ) দুআ

হাওজা / হে প্রকাশিত অবস্থায় অপ্রকাশিত ও গোপন ( বাতিন ) সত্তা , হে অপ্রকাশিত ও গোপন ( বাতিন ) হওয়ার মধ্যেও প্রকাশিত ( যাহির) সত্তা , হে গোপন ( বাতিন ) সত্তা যিনি লুক্কায়িত নন !

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শবে কদরের (২৩ রমযান ) রাতে ইমাম হাসানের ( আ ) দুআ :

يَا بَاطِناً فِي ظُهُورِهِ وَ يَا ظَاهِراً فِي بُطُونِهِ وَ يَا بَاطِناً لَيْسَ يَخْفَى

হে প্রকাশিত অবস্থায় অপ্রকাশিত ও গোপন ( বাতিন ) সত্তা , হে অপ্রকাশিত ও গোপন ( বাতিন ) হওয়ার মধ্যেও প্রকাশিত ( যাহির) সত্তা , হে গোপন ( বাতিন ) সত্তা যিনি লুক্কায়িত নন !

وَ يَا ظَاهِراً لَيْسَ يُرَى يَا مَوْصُوفاً لَا يَبْلُغُ بِكَيْنُونَتِهِ مَوْصُوفٌ وَ لَا حَدٌّ مَحْدُودٌ

হে প্রকাশিত ( যাহির ) সত্তা যাকে দেখা যায় না (চর্ম চক্ষু দিয়ে ) হে গুণান্বিত ও প্রশংসিত সত্তা যার অস্তিত্বের হাকিকত ও বাস্তবতায় অন্য কোন প্রশংসিত ও গুণান্বিত সত্তা পৌঁছায় না ও উপনীত হয় না ( অর্থাৎ সমকক্ষ নয় ) এবং যার অস্তিত্বের (জন্য ) সীমাবদ্ধ কোন সীমা - পরিসীমা নেই ( অর্থাৎ যিনি অনন্ত ও অসীম ) ;

وَ يَا غَائِباً غَيْرَ مَفْقُودٍ وَ يَا شَاهِداً غَيْرَ مَشْهُودٍ

হে অদৃশ্য ( গায়েব ) সত্তা যিনি হারিয়ে যান নি এবং হে প্রত্যক্ষ দ্রষ্টা (এবং সব কিছুর সাক্ষী) যিনি পরিদৃষ্ট নন ( যিনি চর্ম চক্ষু দিয়ে দৃষ্ট হন না ) ;

يُطْلَبُ فَيُصَابُ وَ لَمْ يَخْلُ مِنْهُ السَّمَاوَاتُ وَ الْأَرْضُ وَ مَا بَيْنَهُمَا طَرْفَةَ عَيْنٍ

যাকে সন্ধান করলে পাওয়া যায় ও যার কাছে পৌঁছানো যায় ; যার সান্নিধ্য থেকে আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং এদুভয়ের মধ্য যা কিছু আছে সেগুলো এক পলকের জন্যও অনুপস্থিত নয় ;

لَا يُدْرَكُ بِكَيْفٍ وَ لَا يُؤَيَّنُ بِأَيْنٍ وَ لَا بِحَيْثٍ

যাকে অবস্থা ও মান দিয়ে অনুধাবন করা যায় না , যাকে স্থান বা দিক দিয়ে সূচিত ও চিহ্নিত করা যায় না ( অর্থাৎ তিনি সকল ধরণের স্থান , দিক ও অবস্থার সীমাবদ্ধতার উর্ধ্বে এবং সেগুলো থেকে পবিত্র ও মুক্ত ) ;

أَنْتَ نُورُ النُّورِ وَ رَبُّ الْأَرْبَابِ أَحَطْتَ بِجَمِيعِ الْأُمُورِ

(হে আল্লাহ! ) আপনিই আলোর আলো এবং প্রভুদের প্রভু ( অর্থাৎ এক অদ্বিতীয় প্রভু তিনি ব্যতীত আর কোন প্রভু অর্থাৎ রব্ব নেই ) ; আপনি সকল বিষয় পরিবেষ্টন করে আছেন ( অর্থাৎ সেগুলো সম্পর্কে সম্যকভাবে জ্ঞাত )

سُبْحَانَ مَنْ‏ (لَيْسَ كَمِثْلِهِ شَيْ‏ءٌ وَ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ)[1] سُبْحَانَ مَنْ هُوَ هَكَذَا وَ لَا هَكَذَا غَيْرُهُ

পবিত্র ঐ খোদা ( উপাস্য ) যার মতো কোনো কিছুই নেই এবং তিনিই সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা *১ ; পবিত্র ঐ খোদা যিনি এমন সুমহান সত্তা এবং তিনি ব্যতীত অন্য কোনো কিছুই এমন নয় ।

এরপর প্রার্থনাকারী নিজের যা আর্জি ও হাজত ( মনস্কামনা ) আছে তা মহান আল্লাহর কাছে চাইবে ।

*১ . সূরা -ই আশ - শুরা : ১১ নং আয়াত

[1]) سوره الشوری، آیه 11

تبصرہ ارسال

You are replying to: .