রিপোর্ট: সৈয়দ জন মহম্মদ জায়দী
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ফারশে আযা ঐক্যবদ্ধ ,ত্যাগী, নিষ্ঠবান, মানবিক, দয়ালু মানুষ হিসেবে গড়ে তোলার আসল চাবিকাঠি। এই ফারশে আযা কে শিক্ষা গ্রহণের প্লাটফর্ম হিসেবে যারা নিজেদের মনের ভিতর স্থান দেবে এবং এই ফারশে আযা থেকে নিজেকে পরিবর্তন করে নিতে পারবে তারাই মিশন এ হুসাইন কে সফল করতে পারবে।
ইমাম হুসাইন আলাইহিস সালাম এর মাকসাদ কে সফল করতে গেলে নামাজী শুধু হলে হবে না। কারবালায় ইমাম হুসাইন আ: ধৈর্য্যশীল, ঐক্যবদ্ধতা, নিষ্ঠাবান, মানবিকতা, ত্যাগী, সংহতি, দয়ালু, সুচরিত্রবান হওয়ার ম্যাসেজ দিয়েছেন, অন্যায়ের সাথে অপোষ নয়, হক্ব কে হক্ব বলা, মজলুমদের সাথী হওয়া,জালিমের বিরুদ্ধে গর্জে ওঠার শিক্ষা দিয়েছেন তার সাথে সাথে যত বড়ই মুসিবত আসুক নামাজ কে না ভোলা। সেজদায় মাথা কাটিয়ে নামাজ ক্বায়েম করে প্রমাণ করে দিলেন প্রকৃত মানুষ সেই হবে যার মধ্যে এই গুণাবলী বিরাজমান হবে। তখনি আমি মনে করবো আমার ও আমার আল ও আওলাদের ক্বুরবানী সফল হয়েছে।
নিজের মধ্যে পরিবর্তন আনলে আপনি সঠিক আযাদার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন, মাকসাদে হুসায়েন কামেয়াব হবে। ইয়া আল্লাহ আমাদের মাকসাদে হুসায়েন আ: এর উপর চলার তৌফিক দান করুন।