۲۴ آذر ۱۴۰۳ |۱۲ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 14, 2024
পহেলা মুহররমের আমল সমুহ
পহেলা মুহররমের আমল সমুহ

হাওজা / মাফাতীহুল জিনান ( ৫২১ - ৫২৩ ) থেকে : পহেলা মুহররমের আমল সমুহ।

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, প্রথম দিবস : জেনে রাখ যে এ দিন হিজরী সাল ও বছরের প্রথম দিন। আর এ দিনে দুটো আমল ( ইবাদত ) আছে। যথা : ১. রোযা : ইমাম রিযা (আ) থেকে রাইয়ান ইবনে শবীবের একটি হাদীসে বর্ণিত আছে যে যে কেউ এ দিন রোযা রাখবে এবং মহান আল্লাহকে ডাকবে মহান আল্লাহ যেভাবে হযরত যাকারিয়ার ( আ ) প্রার্থনায় সাড়া দিয়েছেন ঠিক তেমনি তার প্রার্থনায় সাড়া দেবেন।

২. ইমাম রিযা (আ) থেকে বর্ণিত আছে যে হযরত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম) পহেলা মুহররমের দিবসে দুই রাকাত নামায পড়তেন এবং নামাযান্তে নিম্নোক্ত দুআ তিনবার পড়তেন :

اللَّهُمَّ أَنْتَ الْإِلَهُ الْقَدِيمُ وَ هَذِهِ سَنَةٌ جَدِيدَةٌ فَأَسْأَلُكَ فِيهَا الْعِصْمَةَ مِنَ الشَّيْطَانِ‏

হে আল্লাহ! আপনি সর্বপ্রাচীন (অনাদি অনন্ত কাল ধরে অর্থাৎ যার চেয়ে আর কেউ প্রাচীন নয় ) মাবূদ ( উপাস্য ) এবং এ বছর হচ্ছে নতুন বছর । তাই আপনার কাছে এ বছরে শয়তান থেকে সুরক্ষার জন্য প্রার্থনা করছি ;

وَ الْقُوَّةَ عَلَى هَذِهِ النَّفْسِ الْأَمَّارَةِ بِالسُّوءِ وَ الاِشْتِغَالَ بِمَا يُقَرِّبُنِي إِلَيْكَ يَا كَرِيمُ‏

মন্দ কাজের আদেশ দানকারী প্রবৃত্তির (নফসে আম্মারাহ ) ওপর প্রবল হওয়া ( ও তা নিয়ন্ত্রণ ) এবং যা কিছু আমাকে আপনার নিকটবর্তী করে কেবল সেগুলোয় আমার নিয়োজিত থাকার শক্তি ও সামর্থ্যের জন্য প্রার্থনা করছি হে মহামহিম মহানুভব সত্তা ( করীম )

يَا ذَا الْجَلاَلِ وَ الْإِكْرَامِ يَا عِمَادَ مَنْ لاَ عِمَادَ لَهُ يَا ذَخِيرَةَ مَنْ لاَ ذَخِيرَةَ لَهُ يَا حِرْزَ مَنْ لاَ حِرْزَ لَهُ‏

হে মাহাত্ম্য ও সম্মানের অধিকারী ! হে ঐ সত্তা যিনি ঐ ব্যক্তির পৃষ্ঠপোষক যার কোনো পৃষ্ঠপোষক নেই ! হে ঐ সত্তা যিনি ঐ ব্যক্তির সঞ্চয় যার কোনো সঞ্চয় নেই ! হে ঐ সত্তা যিনি ঐ ব্যক্তির আশ্রয় যার কোনো আশ্রয় নেই !

يَا غِيَاثَ مَنْ لاَ غِيَاثَ لَهُ يَا سَنَدَ مَنْ لاَ سَنَدَ لَهُ يَا كَنْزَ مَنْ لاَ كَنْزَ لَهُ‏

হে ঐ সত্তা যিনি ঐ ব্যক্তির ত্রাণকর্তা যার কোনো ত্রাণকর্তা নেই ! হে ঐ সত্তা যিনি ঐ ব্যক্তির ভরসাস্থল যার কোনো ভরসাস্থল নেই ! হে সত্তা যিনি ঐ ব্যক্তির রত্ন ভাণ্ডার যার কোনো রত্নভাণ্ডার নেই!

يَا حَسَنَ الْبَلاَءِ يَا عَظِيمَ الرَّجَاءِ يَا عِزَّ الضُّعَفَاءِ

হে ঐ সত্তা যিনি বান্দাকে ভালো ভাবে পরীক্ষা করেন ( বান্দারই কাঙ্খিত পূর্ণতা অর্জনের জন্য ) ! হে ঐ সত্তা যার ব্যাপারে সবচেয়ে বেশি আশা পোষণ করা যায় ! হে দুর্বলদের সম্মান ও ইযযত ( দানকারী) !

يَا مُنْقِذَ الْغَرْقَى يَا مُنْجِيَ الْهَلْكَى يَا مُنْعِمُ يَا مُجْمِلُ يَا مُفْضِلُ يَا مُحْسِنُ‏

হে নিমজ্জিতদের নাজাতদানকারী ! হে ধ্বংস প্রাপ্তদের উদ্ধার কারী ! হে নেয়ামতদানকারী ! হে ঐ সত্তা যিনি সুন্দর , মনোরম ও মনোজ্ঞ করে দেন , হে প্রবৃদ্ধিকারী , হে সদাচরণকারী !

أَنْتَ الَّذِي سَجَدَ لَكَ سَوَادُ اللَّيْلِ وَ نُورُ النَّهَارِ وَ ضَوْءُ الْقَمَرِ وَ شُعَاعُ الشَّمْسِ‏

আপনি সেই সত্তা যার উদ্দেশ্যে সিজদা করেছে রাতের নিকষ কালো আধার , দিনের আলো, চাঁদের কিরণ , সৌর রশ্মি ,

وَ دَوِيُّ الْمَاءِ وَ حَفِيفُ الشَّجَرِ يَا اللَّهُ لاَ شَرِيكَ لَكَ‏

পানি প্রবাহের কলকল ধ্বনি ও বৃক্ষের শব্দ , হে আল্লাহ ! আপনার কোন শরীক নেই ;

اللَّهُمَّ اجْعَلْنَا خَيْراً مِمَّا يَظُنُّونَ وَ اغْفِرْ لَنَا مَا لاَ يَعْلَمُونَ وَ لاَ تُؤَاخِذْنَا بِمَا يَقُولُونَ‏

হে আল্লাহ! ( আমাদের ব্যাপারে ) যে সব মন্দ ও কু ধারণা পোষণ করা হয় সেগুলো আমাদের জন্য আপনি ভালো ও সুধারণায় পরিণত করে দিন , যা লোকেরা জানে না তা ( জনগণের কাছ থেকে আমাদের যে সব গুনাহ গোপন আছে সেগুলো ) আমাদের ক্ষমা করে দিন এবং ( আমাদের বিরুদ্ধে ) যা যা লোকেরা বলে ও যে সব অভিযোগ করে সেগুলোর ব্যাপারে আমাদেরকে ধরেন না ও পাকড়াও করেন না ( এবং আমাদেরকে সাজা দিয়েন না ) ;

حَسْبِيَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَ هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ‏

মহান আল্লাহই আমার জন্য যথেষ্ট , তিনি ব্যতীত আর কোন ইলাহ ( মাবূদ ) নেই , তাঁর ওপরই আমি তাওয়াক্কুল ( ভরসা ) করেছি এবং তিনিই হচ্ছেন মহান আরশের রব ( প্রতিপালক ও অধিপতি ) ;

آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَ مَا يَذَّكَّرُ إِلاَّ أُولُوا الْأَلْبَابِ‏

তাঁর প্রতি আমরা ঈমান এনেছি ; সব কিছুই আমাদের প্রভুর তরফ থেকে এবং একমাত্র জ্ঞানী বুদ্ধিমান বিবেকবানরা ব্যতীত আর কেউ স্মরণ করে না ;

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَ هَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ‏

হে আমাদের পরওয়ারদেগার! আমাদেরকে সুপথ প্রদর্শনের পর আমাদের হৃদয় সমূহকে বক্র করেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে করুণা ও দয়া দান করুন ( আমাদের ওপর আপনার করুণা ও রহমত বর্ষণ করুন ) । নিশ্চয়ই আপনি অধিক দাতা ও দানশীল ।

تبصرہ ارسال

You are replying to: .