۱۴ مهر ۱۴۰۳ |۱ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 5, 2024
ইমাম হোসাইন (আ.)-এর মাজার জিয়ারত করার ফযিলত
ইমাম হোসাইন (আ.)-এর মাজার জিয়ারত করার ফযিলত

হাওজা / আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সকলকে ইমাম হোসাইন (আ.)-এর মাজার জিয়ারত করার তাওফিক দান করুক। আমিন ইয়া র'ব্বাল আলামিন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মহান আল্লাহতালার নিকট রাসুলুল্লাহ'র (সা.) পবিত্র আহলে বাইতের (আ.)-এর শান ও মান এতটাই উচ্চাসিন যে তাঁদের খুশিতে খুশি হয়ে এবং তাদের দুঃখ-কষ্টে কান্না ও আহাজারি করেও মানুষ নিজের পাপ থেকে মুক্তি পেতে পারেন। তাঁদের মাজার সমূহ জিয়ারতের মাধ্যমেও নাজাত পেতে পারেন!

ইমাম মুহাম্মাদ বাকির (আ.) বলেছেন,

لَو يَعلَمُ النّاسُ ما في زِيارَةِ قَبرِ الحُسَينِ مِنَ الفَضلِ لَماتُوا شَوقا.

অর্থ: মানুষেরা যদি ইমাম হোসাইন (আ.)-এর মাজার জিয়ারত করার ফযিলত সম্পর্কে জানত, তবে (জিয়ারত করার ইচ্ছে ও প্রচেষ্টার) উত্তেজনা ও উদ্দীপনায় মারা যেত!

[ওয়াসায়েলুশ শিয়া, খন্ড- ১৪, পৃষ্ঠা- ৪৫২]

تبصرہ ارسال

You are replying to: .