হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানের নির্বাচনের সামগ্রিক বিষয় দেখভাল করার দায়িত্ব পালনকারী ১২ সদস্যের অভিভাবক পরিষদ ড. মাসুদ পেজেশকিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।
গতকাল (২৪ জুলাই, বুধবার) অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানান, ড. মাসুদ পেজেশকিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার জন্য চিঠিতে সই করেছেন পরিষদের সদস্যরা। গতকাল দিনের প্রথম ভাগে চিঠিতে সই করার পর তা সর্বোচ্চ নেতার দপ্তরে জমা দেয়া হয়েছে। নির্বাচনী আইন অনুসারে, এই চিঠির একটি কপি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদির কাছে পাঠানো হয়েছে।
এই প্রক্রিয়ার ধারাবাহিকতায়, আগামী ২৮ আগস্ট রোববার ইরানের সর্বোচ্চ নেতা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ড. মাসুদ পেজেশকিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য অনুমোদন দেবেন বলে জানা যাচ্ছে। এরপর ৩০ আগস্ট ড. মাসুদ পেজেশকিয়ান ইরানের জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে তার প্রেসিডেন্সিয়াল যাত্রা শুরু করবেন।