হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযয়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম হোসাইন (আ.) বলেছেন:
لَوْ لَمْ يَبْقَ مِنَ الدُّنْيا إلاّ يَوْمٌ واحِدٌ لَطَوَّلَ اللّه ُعَزَّوَجَلَّ ذلِكَ الْيَوْمَ حَتّى يَخْرُجَ رَجُلٌ مِنْ وُلْدى، فَيَمْلَأُها عَدْلاً وَ قِسْطاً كَما مُلِئَتْ جَوْراً وَ ظُلْماً، كَذلِكَ سَمِعْتُ رَسُولَ اللّه ِصلي الله عليه و آله يَقُول۔
এই পৃথিবীতে মাত্র একটি দিন বাকি থাকলেও মহান আল্লাহ সেই দিনটিকে এত দীর্ঘ করবেন যে, আমার পরিবারের একজন ব্যক্তি আবির্ভূত হবে এবং সে পৃথিবীকে এমনভাবে ন্যায় ও ধার্মিকতায় পূর্ণ করবে যে সে যেমন নিপীড়নে পরিপূর্ণ ছিল।(অতঃপর তিনি বললেন) আমি আল্লাহ রসূল (সা.)-এর কাছ থেকে একই কথা শুনেছি।
(বিহারুল-আনওয়ার, খণ্ড ৫১, পৃ.১৩৩)