۲۶ شهریور ۱۴۰۳ |۱۲ ربیع‌الاول ۱۴۴۶ | Sep 16, 2024
ইসমাঈল হানিয়ের জানাযার নামাযের সকাল ৯ টা অনুষ্ঠিত হল
ইসমাঈল হানিয়ের জানাযার নামায সকাল ৯ টায় অনুষ্ঠিত হল

হাওজা / ইসমাঈল হানিয়ের জানাযার নামাযের পর মিলিয়ন মিলিয়ন ইরানীর অংশ গ্রহণে বিরাট বড় শোক মিছিল চলছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, এখন ৯ টা ১৯ মিনিট তেহরানে শহীদুল কুদস ড : ইসমাঈল হানিয়ের জানাযার নামাযের পর মিলিয়ন মিলিয়ন ইরানীর অংশ গ্রহণে বিরাট বড় শোক মিছিল চলছে।

গত ৪৩ বছরে দুজন প্রেসিডেন্ট ও দুজন প্রধানমন্ত্রী ইরান ও তেহরানে শাহাদাত বরণ করেছেন । ৪৩ বছর আগে ১৯৮১ সালে অগাষ্ট মাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ আলী রাজাঈ ও প্রধানমন্ত্রী ড : জাভাদ বাহোনার প্রধানমন্ত্রীর দপ্তরে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল ও চোরদের এক বোমা বিস্ফোরণে শাহাদাত বরণ করেন । আর ৪৩ বছর পরে ১৯ মে ২০২৪ প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ড: সাইয়েদ ইব্রাহীম রাঈসী হেলিকপ্টার দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন এবং ৩১ জুলাই ২০২৪ ফিলিস্তিনের নির্বাচিত প্রধানমন্ত্রী হামাস প্রধান ড: ইসমাঈল আব্দুস সালাম হানিয়ে ইসরাইলের ঘাতক ড্রোনের আঘাতে তেহরানে শাহাদাত বরণ করেন। দুই মাস আগে শহীদ প্রেসিডেন্ট ইব্রাহীম রাঈসীকে যেভাবে ইরান ও তেহরানের জনগণ শেষ বিদায় জানিয়েছিল আজ বৃহস্পতিবার ১ লা আগষ্ট ২০২৪ এখন ( ১০:৩৩ ) সেভাবে ফিলিস্তিনের জননির্বাচিত প্রধানমন্ত্রী ফিলিস্তিনী প্রতিরোধ আন্দোলন হামাস নেতা শহীদ ড : ইসমাঈল হানিয়েকে তেহরান বাসীরা শেষ বিদায় ও শ্রদ্ধা জানাচ্ছে ।

চমৎকার সমন্বয় : শহীদ প্রেসিডেন্ট ড: ইব্রাহীম রাঈসী ও শহীদ প্রধানমন্ত্রী ড : ইসমাঈল হানিয়ে এ দুজনেরই শাহাদাত বরণ স্থল ইরান ( তাব্রীযের ভারযেক্বন ও তেহরান ) ।

হানিয়ান লাকা ইয়া হানিয়েহ ( শাহাদাত মুবারক হে হানিয়ে)

বিদেশ বিভুঁইয়ে শাহাদাত বরণকারী ইসমাঈল হানিয়েকে জন্মভূমি গাযায় যেভাবে তার শেষ বিদায় ও শেষ কৃত্য হত তেমন ভাবে তেহরান বাসীরা শহীদ ইসমাঈল হানিয়েকে শেষ বিদায় জানাচ্ছেন যেন শহীদ ইসমাঈল হানিয়ে তাদের পরম আত্মীয় ও আপনজন । ইসমাঈল হানিয়ে বিদেশ বিভুঁইয়ে নয় যেন নিজ মাতৃভূমিতেই আছেন। তেহরান যেন গাযা । ইসমাঈল হানিয়ে গরীব ( অচেনা বিদেশি ) নয় ; ইসমাঈল হানিয়ে ইরানীদের চেনা পরিচিত ও স্বদেশী!!! মাতৃভূমি থেকে দখলদার হানাদার ইসরাইল কর্তৃক নির্বাসিত ইসমাঈল হানিয়ে তোমাকে অভিনন্দন তোমার শাহাদাত মুবারক !!!

হানিয়ে গরীব ( অপরিচিত বিদেশী নি:সঙ্গ একাকী নি:স্ব অসহায় ) নয়

হানিয়ে সবার পরিচিত সবার অন্তরের অন্তরঙ্গ বন্ধু !

নও তুমি একা তোমার জন্য শোকাতুর কোটি কোটি জনতার অন্তরাত্মা তোমার মতো কুদসের পথে রয়েছি মোরা

তোমার ও আমাদের শাহাদাতের তাযা রক্ত দিয়ে হবে মুক্ত পবিত্র আল - কুদস কুদসুল আম্বিয়া ( আ ) মহান নবীদের কুদস মাহদীয়ে সাহিব যামানের ( আ ) ইমামতিতে এই কুদসে শীঘ্রই নামায আদায় করব মোরা ও মসীহ ইবনে মরয়ম ঈসা ।

শহীদ ইসমাঈল হানিয়ে শহীদ মুদাফেঈনে হারামের সাথে আজ যুক্ত হয়েছেন । ইসমাঈল হানিয়ে শহীদ মুদাফেয়ে হারাম ও হারীম - ই কুদস ।

تبصرہ ارسال

You are replying to: .