হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তী সরকার আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। এরই মধ্যে দুপুর ২টা ১০ মিনিটে ড. মোহাম্মদ ইউনূস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।
সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। পরে সেনা প্রধান তাকে দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এদিকে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তী সরকার গঠিত হলেও কারা আছেন এই সরকারে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন সেনাপ্রধান।
পরে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা যাবেন সমাজের প্রায় অনেক শ্রেণি-পেশার মানুষ। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার।
সম্ভাব্য অন্তর্বর্তীকালীন সরকারে যারা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, তারা হলেন:
প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস
উপদেষ্টাগণ: সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জেনারেল মাহফুজ, গৌতম দেওয়ান (ক্ষুদ্র নৃগোষ্ঠী), ব্যারিস্টার সারা হোসেন, ধীরাজ মালাকার (মুক্তিযোদ্ধা+সংখ্যালঘু), আ ফ ম খালিদ হাসান (আলেম সমাজের প্রতিনিধি)।