۲۹ شهریور ۱۴۰۳ |۱۵ ربیع‌الاول ۱۴۴۶ | Sep 19, 2024
hh
বাংলাদেশ

হাওজা / আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় আপনাদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি এবং নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের ঈমানী ভাই ও বোনেরা

আস-সালামু আলাইকুম,

অত্যন্ত সম্মানের সাথে এবং ভারাক্রান্ত হৃদয়ে, বিগত এক মাসের আন্দোলনে শত শত ন্যায়বিচারকামী শিক্ষার্থী ও নিরীহ জনগণের নিহত হওয়ার ঘটনায় আপনাদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি এবং নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একই সাথে তাদের পরিবারের জন্য ধৈর্য ও উপযুক্ত প্রতিদান কামনা করছি।

আশা করছি, আপনাদের সচেতনতা এবং জাগরণ, এই অন্যায়ভাবে ঝরে যাওয়া রক্তকে বৃথা যেতে দেবে না। আর প্রকৃত নিষ্ঠাবানেরাই সরকারের আসনে অধিষ্ঠিত হবেন।

কিন্তু নিজের জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে আপনাদের সম্মুখে কয়েকটি বিষয় উপস্থাপন করা অতীব জরুরী বলে মনে করছি। যদিও তা একটি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ ধার্মিক জনগণের নিকট গোপন কিছু নয়:

১) এখন যেহেতু নিপীড়িত ও ন্যায়বিচারকামী বাংলাদেশী জনগণের পদক্ষেপের কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হয়েছে, তাই সবার উচিত দেশের সম্পদ রক্ষায় সচেষ্ট থাকা, যাতে কেউ প্রতিবাদের আড়ালে দেশের সম্পদ ধ্বংস ও লুণ্ঠন করতে না পারে।

২) প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে, প্রার্থীর ঈমান, তাকওয়া, সততা এবং পরিচালনার সক্ষমতার প্রতি বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ করুন এবং এমন ব্যক্তিদের নির্বাচন করুন যারা সর্বদা দেশের গৌরব রক্ষা, আন্তরিকতার সাথে জনসেবা, জাতীয় সম্পদের সংরক্ষন ও বৃদ্ধি এবং সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় সচেষ্ট হবেন।

৩) এই সংবেদনশীল পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতার উজ্জ্বল ইতিহাসে ভূমিকা রাখা মহান ব্যক্তিত্ব ও শহীদদের সম্মান রক্ষা করুন এবং তাদেরকে তাদের পরিবার এবং তাদের নাম ব্যবহার করে ক্ষমতায় আসা কোন নির্দিষ্ট দলের বাহিরের অংশ বলে বিবেচনা করুন।

৪) যারা সরকারি ও বেসরকারি সম্পত্তি পুড়িয়ে দিচ্ছে বা ধ্বংস করছে তারা কখনোই বাংলাদেশের জনগণের মঙ্গল কামনা করে না। কেননা, যা কিছু পুড়ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে তা সমগ্র দেশের জন্য ক্ষতিকর।

৫) দেশের প্রাচীন নিদর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা অন্যতম বাধ্যতামূলক বিষয়।

৬) অপরাধী দখলদার ইহুদিবাদী সরকার কর্তৃক যুদ্ধ ও কঠোর অবোরোধের শিকার হওয়া গাজা ও পশ্চিম তীরের মজলুম ফিলিস্তিনি জনগণের সাহায্যের প্রতি লক্ষ্য রাখা একান্ত জরুরী। দেশের সমস্যার কারণে যেন ঐ সকল ঈমানী ভাই-বোনদের প্রতি কোন অবহেলা না হয় সেদিকেও বিশেষ খেয়াল রাখতে হবে।

আমরা মহান আল্লাহর নিকট বাংলাদেশের সকল মুমিন ও নিপীড়িত জনগণের সাফল্য, সমৃদ্ধি, সম্মান, গৌরব এবং বাতিলের উপর হকের বিজয় কামনা করছি।

মুহাম্মাদ (সা.) ও তাঁর বংশধরের প্রতি দরূদের বরকতে আল্লাহ আপনাদের হেফাজত করুন।

হামিদ রেজা রেজায়ী

মুহিব্বিনে আহলে বাইত (আ.) ইনস্টিটিউট বাংলাদেশ-এর সিনিয়র উপদেষ্টা

কোম আল-মুকাদ্দেসা

১৮ই মোরদাদ, ১৪০৩ ফার্সি সন

৮ই আগস্ট, ২০২৪।

تبصرہ ارسال

You are replying to: .