۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
পাপের চিন্তাই মানুষকে পাপে লিপ্ত করে
পাপের চিন্তাই মানুষকে পাপে লিপ্ত করে

হাওজা / আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের পাপ কাজের চিন্তা ও তা আঞ্জাম দেয়া থেকে নিরাপদ রাখুক।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, যে বা যারা মন ও মননে পাপ কাজ (করার) বিষয়ে চিন্তা ও পরিকল্পনা করে, সে চিন্তা ও পরিকল্পনা তাকে সেই পাপে লিপ্ত করে।

আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেন,

مَن كَثُرَ فِكرُهُ فِي المَعاصِي دَعَتهُ إلَيها.

যে পাপ (কাজে লিপ্ত হওয়া) সম্পর্কে অধিক চিন্তা করে, (সে চিন্তা তাকে) পাপে পরিচালিত করে!

[গুরারুল হিকাম, হাদীস- ৮৫৬১]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের পাপ কাজের চিন্তা ও তা আঞ্জাম দেয়া থেকে নিরাপদ রাখুক।

تبصرہ ارسال

You are replying to: .