۴ آذر ۱۴۰۳ |۲۲ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 24, 2024
তাহাজ্জুদ নামাজের প্রতীকী ছবি
তাহাজ্জুদ নামাজের প্রতীকী ছবি

হাওজা / তাহাজ্জুদ নামাজের দ্বারা আপনার প্রতিপালক আপনাকে প্রতিষ্ঠিত করবেন মাকামে মাহমুদ তথা প্রশংসিত স্থানে!

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পবিত্র কুরআনে এরশাদ করেছেন,

وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا.

রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ কায়েম করুন। এটা আপনার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায়- আপনার প্রতিপালক আপনাকে প্রতিষ্ঠিত করবেন মাকামে মাহমুদ তথা প্রশংসিত স্থানে!

হযরত আলী (আ.) বলেন,

أسهِرُوا عُيونَكُم و ضَمِّرُوا بُطُونَكُم و خُذُوا مِن أجسادِكُم و تَجُودُوا بها على أنفُسِكُم.

রাতে তোমাদের চোখগুলোকে সজাগ রাখো, তোমরা পেটকে চিকন রাখো, তোমাদের দেহ ও শরীর থেকে গ্রহন করে তা রুহ ও নফসের উপরে দান করো।

[গোরারুল হিকাম, ২৪৯৭]

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

تبصرہ ارسال

You are replying to: .