۷ آذر ۱۴۰۳ |۲۵ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 27, 2024
সাহায্য ও সহযোগিতার প্রতীকী ছবি
সাহায্য ও সহযোগিতার প্রতীকী ছবি

হাওজা / উত্তম সাহায্য হচ্ছে সাহায্য প্রত্যাশী ব্যক্তির সাহায্যের আকুতি জানানোর আগেই তাকে সাহায্য করা এবং প্রয়োজনের চাইতেও বেশি সাহায্য করা।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলাম ধর্মে একে অপরকে সাহায্য করার অশেষ গুরুত্ব ও ফযিলত বর্ণিত হয়েছে! উত্তম সাহায্য হচ্ছে সাহায্য প্রত্যাশী ব্যক্তির সাহায্যের আকুতি জানানোর আগেই তাকে সাহায্য করা এবং প্রয়োজনের চাইতেও বেশি সাহায্য করা।

ইমাম হাসান মুজতবা (আ.) বলেন,

أمّا الكَرَمُ فالتَّبرُّعُ بالمَعروفِ و الإعطاءُ قَبلَ السُّؤالِ.

প্রকৃতপক্ষে মহত্ত্ব ও মহানুভবতা হচ্ছে (স্বেচ্ছায়- সাহায্য প্রত্যাশী ব্যক্তির) প্রত্যাশার চাইতেও অধিক সাহায্য করা এবং সাহায্যের আকুতি জানানোর আগেই সাহায্য করা।

[বিহারুল আনওয়ার, খন্ড- ৪৪, পৃষ্ঠা- ৮৯, হাদীস- ২]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের একে অপরের সাহায্য ও সহযোগিতায় এগিয়ে আসার তাওফিক দান করুক।

تبصرہ ارسال

You are replying to: .