۸ آذر ۱۴۰۳ |۲۶ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 28, 2024
জনাব রাসেল আহমেদ রিজভী

পার্থিব ও অপার্থিব জীবনে শুদ্ধতা ও সফলতা জন্য জ্ঞানার্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিহার্য। সকল ধর্মই জ্ঞানার্জনের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেছে, তাগিদ দিয়েছে। ইসলাম ধর্মেও জ্ঞানার্জনের বিশেষ গুরুত্ব ও ফযিলত বর্ণিত হয়েছেঃ

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী: জনাব রাসেল আহমেদ রিজভী হাওজা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন: পার্থিব ও অপার্থিব জীবনে শুদ্ধতা ও সফলতা জন্য জ্ঞানার্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিহার্য। সকল ধর্মই জ্ঞানার্জনের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেছে, তাগিদ দিয়েছে। ইসলাম ধর্মেও জ্ঞানার্জনের বিশেষ গুরুত্ব ও ফযিলত বর্ণিত হয়েছেঃ

হাদিসের আলোকে জ্ঞানার্জনের গুরুত্বঃ

জ্ঞানার্জন সম্পর্কে রসূলুল্লাহ (সা.) ও আহলে বাইতও (আঃ) বিশেষ তাগিদ করেছেন। যেমন-

১. ‘আল্লাহ যখন তার কোন বান্দার কল্যাণ করতে ইচ্ছা পোষণ, তাকে তিনি ধর্মিয় বিষয়ে পান্ডিত্য দান করেন।’ [আল কাফি, ১ম খণ্ড, পৃ-৩২]

২. ‘সোনা-রূপার খনির মতো মানুষও (বিভিন্ন প্রকারের) খনি। তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণের পূর্বে উত্তম (গুণ বৈশিষ্ট্যধারী) হয়ে থাকে, দীনের সঠিক বুঝ-জ্ঞান লাভ করতে পারলে ইসলাম গ্রহণের পরও তারাই উত্তম মানুষ হয়ে থাকে।’ [কিতাব আল ফাদ্লুল এলম্]]

৩. ‘জ্ঞান-বিজ্ঞানের কথা জ্ঞানী ও বিজ্ঞানীদের হারানো ধন। সুতরাং যেখানেই তা পাওয়া যাবে, প্রাপকই তার অধিকারী। [তিরমিযি]

৪.‘ইসলামের একজন সঠিক জ্ঞানের অধিকারী ব্যক্তি শয়তানের জন্যে হাজারো (অজ্ঞ) ইবাদতগুজারের চাইতে ভয়ংকর।’! [আত্ তাওহিদ]

৫. ‘জ্ঞানান্বেষণ করা প্রত্যেক মুসলিমের একটি অবশ্য কর্তব্য ।’ [আল কাফি, ১ম খণ্ড, পৃ-৩৮]

৬. ‘দ্বীনের জ্ঞানী ব্যক্তি কতইনা উত্তম মানুষ, তার কাছে লোকেরা এলে তিনি তাদের উপকৃত করেন, আর না এলে তিনি কারো মুখাপেক্ষী হন না।’ [রিযযীন, মিশকাত]

৭. ‘জ্ঞানের আধিক্য (নফল) ইবাদতের আধিক্যের চাইতে উত্তম।” [বায়হাকী]]

৮. ‘সর্বোত্তম মানুষ হলো তারা, জ্ঞানীদের মধ্যে যারা উত্তম।’ [দারমি]

৯. ইমাম বাকের (আঃ)থেকে বর্ণিত হয়েছে- 'জ্ঞানের যাকাত হল অন্যকে জ্ঞান শিক্ষা দেয়া।'

আল্লাহতালা আমাদের সকলকে দ্বীন ও বিজ্ঞানের জ্ঞান অর্জনের তওফিক দান করুক। আমিন।

تبصرہ ارسال

You are replying to: .