হাওজা নিউজ এজেন্সি বাংলাঃ রাসূল (সা.) ও ইমাম আলীর (আ.) সম্পর্ক আহলে সুন্নত ওয়াল জামাতের সূত্রানুযায়ী হাদীসে গাদির।
-১আমি যার মাওলা (অভিভাবক ও নেতা) আলীও তার মাওলা। হে খোদা! যে আলীর সঙ্গে বন্ধুত্ব রাখে তুমিও তার সঙ্গে বন্ধুত্ব রাখ, যে আলীর সাথে শত্রুতা রাখে তুমিও তার সাথে শত্রুতা রাখ।”
من کنت مولاه فعلی مولاه، اللهم وال من والاه و عاد من عاداه
(সূত্রঃ মুসলিম শীরফ , ২য় খণ্ড, পৃ-৩৬২, মুসনাদে ইমাম হাম্বল, ৪র্থ খণ্ড, পৃ-২৮১(
সংগ্রহ ও সংকলনঃ রাসেল আহমেদ রিজভী