۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
News ID: 370437
15 جولائی 2021 - 13:34
পশু কুরবানি করার দোয়াঃ

হযরত আলী (আ:) বলেন কুরবানির পশু জবাই করার পূর্বে বলতে হবেঃ

হাওজা নিউজ এজেন্সি বাংলাঃ ইমাম আলি (আ.) থেকে দোয়াটি বর্ণিত হয়েছে। তিনি বলেছেন কুরবানির পশু জবাই করার পূর্বে বলতে হবেঃ

بِسْمِ اللَّهِ وَ اللَّهُ أَكْبَرُ- وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّماواتِ وَ الْأَرْضَ حَنِيفاً مُسْلِماً وَ ما أَنَا مِنَ الْمُشْرِكِينَ- إِنَّ صَلاتِي وَ نُسُكِي وَ مَحْيايَ وَ مَماتِي لِلَّهِ رَبِّ الْعالَمِينَ لا شَرِيكَ لَهُ وَ بِذلِكَ أُمِرْتُ وَ أَنَا مِنَ الْمُسْلِمِينَ.

উচ্চারণঃ বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার- ওয়াজ্জাহাতু ওয়াজহিয়াল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান মুসলিমাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামীন লা শারিকা লাহু ওয়া বিযালিকা আমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন।

পশু কুরবানি করার সময় বলতে হবেঃ

যদি কেউ নিজের পক্ষ থেকে কুরবানি করে তাহলে সে বলবে:

أللهمّ تقبّل منی

উচ্চারণ: আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি!

আর যদি কেউ কয়েক জনের পক্ষ থেকে কুরবানি করে তাহেলে বলতে হবে:

أللهمّ تقبّل منهم

উচ্চারণ: আল্লাহুম্মা তাকাব্বাল মিনহুম!

আর যদি সে নিজের এবং অপর কয়েকজনের পক্ষ থেকে কুরবানি করে তাহলে সে বলবে:

أللهمّ تقبّل منا

উচ্চারণ: আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না!

হালাল পশুর যে অংঙ্গগুলো খাওয়া হারামঃ

হালাল পশুর ১৫টি অংঙ্গ খাওয়া হারাম! যেমনঃ-

রক্ত, বিষ্ঠা, নর পশুর পুংলিঙ্গ, মাদী পশুর যৌনাঙ্গ, বাচ্চা থলি, গ্রন্থি, অন্ডকোষ, মগজে ছোলার দানার সমপরিমাণ একটি অংশ, মণি মগজ, মেরুদন্ডের মাঝে শীরা, পিত্ত, প্লীহা, মূত্রথলি, অক্ষি কোটর, পশুর দুই খুরের মাঝে উচু অংশ।

সংগ্রহ ও সংকলনঃ রাসেল আহমেদ রিজভী

تبصرہ ارسال

You are replying to: .