۱۴ اردیبهشت ۱۴۰۳ |۲۴ شوال ۱۴۴۵ | May 3, 2024
সূরা ক্বদর
সূরা ক্বদর

হাওজা / সূরা ক্বদর পাঠ করলে আল্লাহ তায়ালা বিগত দিনের গুনাহ্ মাফ করে দেবেন।

হওজা নিউজ এজেন্সি বাংলা, ইমাম জাফর সাদিক (আঃ) বলেন, "যদি কোনো ব্যক্তি যে কোনো ফরজ নামাজসমূহে সূরা ক্বদর পাঠ করে তবে বিশেষ ফেরেস্তার পক্ষ থেকে বলা হয় যে, 'এই আল্লাহর বান্দা! তোমার বিগত দিনের গুনাহ্ মাফ করা হয়েছে! অতএব তুমি শুরু থেকে তোমার প্রভুর ইবাদত শুরু করো!

 [ثواب الاعمال، ص- ۱۲۴]

ইমাম রেজা (আঃ) বলেন, "কোনো মুমিন ব্যক্তি যদি অজু করার সময় সূরা ক্বদর পাঠঠ করে তার গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে যেন সে আজই তার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ট হয়েছে!"

 [فقه الرضا، ص- ۷۰]

ইমাম জাফর সাদিক (আঃ) বলেন, "যদি কোনো ব্যক্তি পানি পানের সময় (গ্লাস সামনে রেখে) সূরা ক্বদর পাঠ করে এবং তা পান করে আল্লাহতালা তার চেহারা নূরানি করে দেয়।"

[ مستدرک الوسایل ج- ۴، ص- ۳۱۴]

ইমাম জাফর সাদিক (আঃ) বলেন, "যদি কেউ ঘুমানোর সময় ১১ বার সূরা ক্বদর পাঠ করে তবে আল্লাহতালা তার জন্য ১১ জন ফেরেশতা নিয়োগ করেন যারা তাকে শয়তানের কবল থেকে নিরাপদ রাখে!''

[ مستدرک الوسایل، ج- ۴، ص- ۲۹۲]

ইমাম জাফর সাদিক (আঃ) বলেন, "যদি কেউ সূরা ক্বদরের উছিলায় আল্লাহতালার কাছে রোগমুক্তিরর আবেদন করে তবে আল্লাহতালা কবুল করেন ও শেফা দান করেন।"

[ مستدرک الوسایل، ج- ۴، ص- ۲۹۲]

অনুবাদঃ রাসেল আহমেদ রিজভী

تبصرہ ارسال

You are replying to: .