۹ اردیبهشت ۱۴۰۳ |۱۹ شوال ۱۴۴۵ | Apr 28, 2024
ফিলিস্তিনিদের ঘর-বাড়ি ভেঙে দিয়ে পার্ক বানাচ্ছে দখলদার ইসরায়েল!
ঘর-বাড়ি ভেঙে দিয়ে পার্ক বানাচ্ছে দখলদার ইসরায়েল!

হাওজা / ফিলিস্তিনের সিলওয়ান গ্রামে ফিলিস্তিনিদের ঘর-বাড়ি ভেঙে সেখানে তাদের কল্পিত রাজ-রাজাদের পার্ক বানাতে যাচ্ছে!

হাওজা নিউজ এজেন্সি বাংলা, পর্ব ১- যে বাড়িতে আপনি বছরের পর বছর ধরে বসবাস করছেন, যে ভিটায় আপনার বাবা, তার বাবা এবং কি তারও বাবা বংশ পরম্পরায় বসবাস করে আসছেন- নিজেরাই সেই বাড়ি ভেঙে অন্য কারো জন্য সেই ভিটা জমি ছেড়ে দিতে হবে! আপনি যদি নিজেই আপনার বাড়ি না ভাঙেন তবে অন্যরা তা ভেঙে দিবে এবং বাড়ি ভাঙার জন্য যে খরচ সেটাও আপনাকেই দিতে হবে!

শুনে কি অবাক হচ্ছেন? ভাবছেন- এটা কি মগের মুল্লুক নাকি? হ্যা, এটা মগের মুল্লুক। বছরের পর বছর ধরে এখানে এমনটাই হয়ে আসছে। যুগের পর যুগ ধরে ইহুদিবাদী দখলদার ইসরায়েল সম্পূর্ণ অবৈধ ও জোরপূর্বক ফিলিস্তিনিদের ঘর-বাড়ি দখল করে নিয়ে সেখানে বসতি শুরু করেছে! দখলদার ইসরায়েল এবার ঘটাতে যাচ্ছে আরো বেশি নির্মম ঘটনা! এবার তারা ফিলিস্তিনের সিলওয়ান গ্রামে ফিলিস্তিনিদের ঘর-বাড়ি ভেঙে সেখানে তাদের কল্পিত রাজ-রাজাদের পার্ক বানাতে যাচ্ছে!

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুসালেমের পুরনো শহরের কাছাকাছি সিলওয়ান মহল্লায় ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদে বাড়ি গুড়িয়ে দেয়ার কাজ শুরু করছে ইসরাইল। চলতি মাসের শুরুর দিকে মহল্লার আল-বুস্তান কোয়ার্টারের বাসিন্দাদের উচ্ছেদ অভিযানে বুলডোজারসহ ইসরাইলি বাহিনী উপস্থিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাসিন্দা ও ফিলিস্তিনি অ্যাকটিভিস্টরা ইসরাইলি বাহিনীর উচ্ছেদ অভিযানে প্রতিরোধে দাঁড়ালে ইসরাইলি সৈন্যরা তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের তথ্য অনুসারে, ইসরাইলি সৈন্যদের আক্রমণে এই সময় অন্তত চার ফিলিস্তিনি আহত হয়।

ইসরাইলি বুলডোজার এর মধ্যে আল-বুস্তান কোয়ার্টারের একটি স্থাপনা গুড়িয়ে দেয়। স্থানীয় গোশত বিক্রেতার দোকান থাকা ওই ভবনটি গুড়িয়ে এর চারপাশে প্রবেশ নিষেধের ফিতা লাগিয়ে দেয়া হয়। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বেশ কিছু বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়।

এর আগে গত ৭ জুন জেরুসালেমের ইসরাইলি মিউনিসিপ্যালিটি ২১ দিনের মধ্যে আল-বুস্তান কোয়ার্টারের ১৩ ফিলিস্তিনি পরিবারকে নিজ বাড়ি ভেঙ্গে ফেলার আদেশ দেয়। গত ২৮ জুন, ২১ দিনের ওই নোটিশের মেয়াদ শেষ হয়েছে।…চলবে…

লেখাঃ রাসেল আহমেদ রিজভী

تبصرہ ارسال

You are replying to: .