হাওজা নিউজ এজেন্সি বাংলা রিপোর্ট অনুযায়ী, রোববার সন্ধ্যায় আফগানিস্তানের কান্দাহারে তালিবানের গুলিতে নিহত চিত্র সাংবাদিক দানেশ সিদ্দিকীর লাশ আসে দিল্লিতে।
রোববার রাত সাড়ে ১০টায় চোখের পানিতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে দাফন করা হল দানেশকে।
পরিবারের ইচ্ছায় সিলমোহর লাগিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব আইন ভেঙে দানেশকে এই কবরস্থানে দাফন করার অনুমতি দেয়। এই কবরস্থান এতদিন সংরক্ষিত ছিল কেবলমাত্র জামিয়া মিলিয়ার কর্মী, অধ্যাপকদের জন্য।
দানেশের সঙ্গে জামিয়া মিলিয়ার সম্পর্ক ছিল নিবিড়। তার বাবা মোহাম্মদ আখতার সিদ্দিকী এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। দানেশ এই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির স্নাতক হওয়ার পর মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি নেয়। পরিবারের ইচ্ছা ছিল দানেশকে এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনেই দাফন করা হোক।
দানেশের পরিবারের ইচ্ছাকে সম্মান জানিয়ে জামিয়া মিলিয়া কর্তৃপক্ষ সিদ্ধান্তে সিলমোহর দেয়। উপাচার্য নাজমা আখতার নিজে সন্ধ্যায় দানেশের পরিবারকে এই কথা জানিয়ে আসেন। এরপর প্রিয় বিশ্ববিদ্যালয়ের মাটিতে চিরকালের মত ঘুমিয়ে পড়েন দানেশ আহমেদ সিদ্দিকী। যিনি কর্তব্য পালনের এক জীবন্ত উদাহরণ হিসেবে থেকে গেলেন মানুষের মনে।