۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
রাসূল (সা.) ও ইমাম আলী (আ.) সম্পর্কিত হাদীস
রাসূল (সা.) ও ইমাম আলী (আ.) সম্পর্কিত হাদীস

হাওজা নিউজ এজেন্সি বাংলাঃ  রাসূল (সা.) ও ইমাম আলীর (আ.) সম্পর্কে [আহলে সুন্নত ওয়াল জামাতের সূত্রানুযায়ী]।

“রাসূল (সা.) ইরশাদ করেন, “আদম সৃষ্টির পূর্বে আমি এবং আলী একত্রে আল্লাহর নিকট এক খণ্ড নূর হিসেবে অবস্থান করতাম। অতঃপর যখন আল্লাহ হযরত আদমকে সৃষ্টি করলেন, তখন তিঁনি সেই নূরকে দু’খণ্ডে বিভক্ত করলেন। এক খণ্ড আমি এবং অপরটি আলী।”

(সূত্রঃ আর রিয়াদুন নাদেবরা,২য় খণ্ড, পৃঃ-১৬৪; মিযানুল এতেদাল, যাহাবী,খণ্ড-১ পৃঃ-২৩৫; তারিখে বাগদাদ, খণ্ড-৬, পৃঃ-৫৮)

“রাসূলুল্লাহ (সাঃ) বলেন, "আমি আর আলী একই বৃক্ষ থেকে, আর অন্যেরা (মানুষ) বিভিন্ন বৃক্ষ থেকে।”

(সূত্রঃ কানযুল উম্মাল ১১;৬০৮/৩২৯৪৩; মাজমাউল যাওয়ায়েদ ৯;১০০)

*আল্লাহুম্মা ছ'ল্লে আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ...*

সংগ্রহ ও সংকলনঃ রাসেল আহমেদ রিজভী

تبصرہ ارسال

You are replying to: .