হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, চল্লিশটি অমীয় বাণী। সংকলক : আল্লামা শেখ আব্বাস কুম্মী রহঃ।
তৃতীয় অমীয় বাণী।
বিষয় : যাকাত প্রদান না করার বর্ণনা।
শেখ কুলাইনী (রহঃ) ইমাম জাফর সাদিক্ব (আঃ) থেকে বর্ণনা করেছেন :
مَنْ مَّنَعَ قِيراطًا مِنَّ الزَّکٰوةِ فَلْیَمُتْ اِنْ شَآءَ یَهُوْدِیًّا وَ اِنْ شَآءَ نَصْرَانِیًّا"
" যে ব্যক্তি এক ক্যারেট এর ন্যায় যাকাত আদায় করা থেকে বিরত থাকে (তা পরিশোধ করে না) সে মৃত্যুবরণ করার সময় যদিও সে ইহুদী হয়ে বা খৃষ্টান হয়ে মৃত্যুবরণ করে (তার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)।
এক ক্যারেট হল একুশ দিনারের সমতুল্য এবং একই বিষয়ে ওই ব্যক্তির জন্য রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে, যে সক্ষম রাখার সত্বেও হজ্জ না করে মৃত্যুবরণ করে (অর্থাৎ মৃত্যুবরণ পর্যন্ত হজ্জ করে না) সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করবে। (অর্থাৎ, একজন মুসলিম হওয়া সত্ত্বেও)।
সূত্র, মিযানুল হিকমত খন্ড ৪ পৃষ্ঠা ২২২...
চতুর্থ অমীয় বাণী।
বিষয় : ইসলামের মূলনীতি।
ইমাম মুহাম্মদ বাক্বির (আঃ) থেকে শেখ সদুক্ব (রহঃ) বর্ণনা করেছেন :
قَالَ اَبُوْ جَعْفَرٍ عَلَیْهِ السَّلامُ: بُنِیَ الْاِسْلامُ عَلٰی خَمْسٍ
اِقَامَ الصَّلٰوةَ، وَ اِیْتَآءِ الزَّکٰوةَ، وَحَجِّ الْبَیْتِ،
وَصَوْمِ شَهْرِ رَمَضَانِ وَ الْوِلایَةِ لَنَا اَهْلَ الْبَیْتِ
ইসলাম ভিত্তি পাঁচটি জিনিসের উপর অবস্থিত।
১) নামায কায়েম করা।
২) যাকাত প্রদান করা।
৩) হজ্জ করা।
৪) পবিত্র রমযান মাসে রোযা রাখা।
৫) আমাদের বেলায়েত (অভিভাবকত্ব)।
সূত্র, আল খিসাল পৃষ্ঠা ৩০৭...
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।
লেখা: হুজ্জাতুল ইসলাম মাসুম আলী গাজী (নাজাফ ইরাক)