۳۱ فروردین ۱۴۰۳ |۱۰ شوال ۱۴۴۵ | Apr 19, 2024
হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী
হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী

হাওজা / চল্লিশটি অমীয় বাণী।(সমস্যা সমাধানের জন্য বারোটি দোয়া সহ)

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, সংকলক : আল্লামা শেখ আব্বাস কুম্মী (রহঃ)। নবম অমীয় বাণী। বিষয় : যাদের সাথে বন্ধুত্ব ও সম্পর্ক স্থাপন করা উচিত নয়।

قَالَ اَبُوْ جَعْفَرٍ مُحَمَّدِ بْنِ عَلِیٍّ عَلَیْهِمُ السَّلامُ اَوْصَانِیْ اَبِیْ فَقَالَ یَا بُنَیَّ لا تَصْحَبَنَّ خَمْسَةً وَلا تُحَادِثْهُمْ وَلا تَرَافِقْهُمْ فِي طَرِیْقٍ

فَقُلْتُ: جَعَلْتُ فِدَاكَ یَا اَبَةَ مَنْ هٰوٴُلاءِ الْخَمْسَةَ؟

قَالَ: لا تَصْحَبَنَّ فَاسِقًا فَاِنَّه یَبِیْعُكَ بِاَکْلَةٍ فَمَا دُوْنَهَا

فَقُلْتُ: یَا اَبَةَ وَ مَا دُوْنَهَا

قَالَ: یَطْمَعُ فِیْهَا ثُمَّ لا یَنَالُهَا؟

قَالَ قُلْتُ: یَا اَبَةَ وَ مِنَ الثَّانِیْ؟

قَالَ:لاتَصْحَبَنَّ الْبَخِیْلَ بِكَ فِیْ مَالِه اَحْوَجُ مَا کُنْتُ اِلِیْهِ

قَالَ فَقُلْتُ: مِنَ الثَّالِثِ؟

قَالَ: لاتَصْحَبَنَّ کَذَّابًا فَاِنَّه بِمَنْزِلَةِ السَّرَابِ یُبَعِّدُ مِنْكَ الْقَرِیْبَ وَ یُقَرِّبُ مِنْكَ الْبَعِیْدَ

قَالَ: فَقُلْتُ وَمِنَ الرَّابِعِ؟

قَالََ: لاتَصْحَبَنَّ اَحْمَقَ فَاِنَّه یُرِیْدُ اَنْ یَنْفَعَكَ فَیَضُرُّكَ

قَالَ قُلْتُ: یَا اَبَةَ مِنَ الْخَامِسِ؟

قَالَ: لاتَصْحَبَنَّ قَاطِعَ رَحِمٍ فَاِنِّیْ وَجَدْتُه مَلْعُوْنًا فِیْ کِتَابَ اللّٰهِ فِیْ ثَلاٰثَةِ مَوَاضِعَ

ইমাম মুহাম্মদ বাকির (আ:) বলেছেন যে, আমার মহৎ পিতা আমাকে নিম্নলিখিত বাণীর মাধ্যমে নসিহত করেছেন :

"হে আমার পুত্র! পাঁচ ধরনের মানুষের সাথে আসন গ্রহণ করো না, তাদের সাথে কথোপকথন করো না এবং তাদের সঙ্গীও হয়ো না।

আমি জিজ্ঞাসা করলাম : আমি আপনার উপর কুরবান- তারা কারা?

তিনি (আঃ) বললেন :

"ফাসেকের সাথে বসো না, কারণ সে তোমাকে এক টুকরো বা তারও কম দামে বিক্রি করে দেবে।"

আমি জিজ্ঞাসা করলাম, "বাবা জান, এক টুকরোর কম এর অর্থ কি?"

তিনি (আঃ) বলেন : সে তোমাকে এক টুকরোর প্রলোভনে বিক্রি করে দেবে কিন্তু সে ওই টুকরো পর্যন্ত পৌঁছাতে পারবে না।

আমি জিজ্ঞাসা করলাম : "হে বাবা জান, দ্বিতীয় কে?"

তিনি (আঃ) বললেন : "কৃপণের সাথে বন্ধুত্ব করো না। কারণ যখন তোমার তার সম্পদের ভীষণ প্রয়োজন হবে, তখন সে তোমাকে তা থেকে বঞ্চিত করবে।"

আমি জিজ্ঞেস করলাম : তৃতীয় কে?

তিনি বললেন : অধিক পরিমাণে মিথ্যাবাদীর সাথে বসো না, কারণ সে ওই মরীচিকার মত, যে তোমাকে নিকটবর্তী জিনিস দূরবর্তী এবং দূরবর্তী জিনিস নিকটবর্তী করে দেখাবে। (মরীচিকা হলো, দুপুরের প্রখর রৌদ্র যখন সমতল ভূমিতে পড়ে তখন ওই ভূমি এমনভাবে জ্বলজ্বল করে যেন মনে হয় যে, জল তরঙ্গ তৈরি করছে এবং এটাও ধারণা হয় যে, সেখানে মাটিতে পানি প্রবাহিত হচ্ছে, যদিও এর কোন বাস্তবতা নেই বা এটা সত্য নয়।)

আমি জিজ্ঞাসা করলাম : "চতুর্থ ব্যক্তি কে?"

তিনি (আঃ) বললেন : মূর্খ! কারণ সে তোমার উপকার করতে ইচ্ছুক কিন্তু নিজের অজ্ঞতা ও মূর্খতার কারণে তোমার ক্ষতি করবে।

আমি জিজ্ঞাসা করলাম : "পঞ্চম ব্যক্তি কে?"

তিনি বললেন : আত্মীয় সম্পর্ক ছিন্ন কারীর সাথে বসো না। কারণ পবিত্র কুরআন শরীফে তিনটি স্থানে আমি তাকে অভিশপ্ত অবস্থায় পেয়েছি।

সূত্র, কাশফুল গুম্মাহ খন্ড ২ পৃষ্ঠা ৮১..

বিহারুল আনওয়ার খন্ড ৭৮ পৃষ্ঠা ১৩৭..

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।

অনুবাদ: হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী (নাজাফ ইরাক)

تبصرہ ارسال

You are replying to: .