۳۱ اردیبهشت ۱۴۰۳ |۱۲ ذیقعدهٔ ۱۴۴۵ | May 20, 2024
অক্সফোর্ড করোনা ভ্যাক্সিন ট্রায়ালের ফেয ৩ এ
অক্সফোর্ড করোনা ভ্যাক্সিন ট্রায়ালের ফেয ৩ এ

হাওজা / এই ভ্যাক্সিনের কারণেই যে এই পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারে সেটাও বলা সম্ভব হয় নি বা বলা যাচ্ছে না।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, অক্সফোর্ড করোনা ভ্যাক্সিন ট্রায়ালের ফেয ৩ এ ব্রিটেনে মাত্র একজন স্বেচ্ছাসেবকের মেরুদণ্ডে ট্রান্সভার্স মায়েলাইটিস ধরণের প্রদাহ সৃষ্টির কারণে কেন বিশ্ব ব্যাপী টিকাটির পরীক্ষা ও ট্রায়াল স্থগিত রাখা হল ? 

রিস্ক বেনিফিট নিদান তত্ত্ব মোতাবেক মাত্র একজন স্বেচ্ছাসেবকের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার জন্য কি ভ্যাক্সিনের পুরো ট্রায়াল ও পরীক্ষা বন্ধ রাখা যায় ? এটা কি যুক্তিসংগত ? বলা হচ্ছে যে উক্ত পার্শ্ব প্রতিক্রিয়ার নানা কারণও থাকতে পারে।

আর এই স্বেচ্ছাসেবক  এই ভ্যাক্সিনের কারণেই যে এই পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারে সেটাও বলা সম্ভব হয় নি বা বলা যাচ্ছে না। তাহলে নিছক সন্দেহ ও সম্ভাবনার ভিত্তিতে কি এই ট্রায়াল স্থগিত রাখা যায় ? নাকি ট্রায়ালের বিভিন্ন ফেযে ( পর্যায়ে ) স্বেচ্ছাসেবকদের এক উল্লেখযোগ্য সংখ্যক অংশ উক্ত পার্শ্ব প্রতিক্রিয়া সহ আরো বিভিন্ন ধরনের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হয়ে থাকতে পারে যা এই টিকার ট্রায়াল স্থগিত রাখার কারণ ?

আর এর আগেও বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি সমূহ তাদের প্রোডাক্ট সমূহের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া গুলো অনেক দিন গোপণ রেখেছে বা এগুলো প্রকাশিত ও জানাজানি হওয়ার আগেই বাজার থেকে সরিয়ে ফেলেছে ।

এ ধরণের বহু অনৈতিক আচরণ এ সব বহুজাতিক সাম্রাজ্যবাদী কোম্পানিগুলো অতীতেও করেছে , বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও করবে । এ সব সাম্রাজ্যবাদী কোম্পানির মূল লক্ষ্য হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার কামানো ও লাভ ( প্রোফিট ) করা ।

এ সব ওষুধ কোম্পানির ওষুধ খেয়ে আফ্রিকায় , এশিয়ায় , ল্যাটিন আমেরিকায় কত অগণিত মানুষ যে পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হয়ে মৃত্যুবরণ সহ বহু শারীরিক ও মানসিক ক্ষয় ক্ষতির শিকার হয়েছে তা কি কখনো প্রকাশ করেছে এ সব বহুজাতিক প্রতিষ্ঠান ও কোম্পানি সমূহ ?  ওষুধ নিয়ে রাজনীতি শুধু আজকের ব্যাপার বা সমস্যা নয় মার্কিন যুক্তরাষ্ট্রে । পাশ্চাত্যে ও প্রাচ্যে পৃথিবীর সর্বত্রই ওষুধ, রাজনীতি , ব্যবসাবাণিজ্য ও সওদাগরী ওতপ্রোতভাবে জড়িত । বরং ওষুধ রাজনীতি বলাই শ্রেয়।

তাই করোনা ভ্যাক্সিন পাশ্চাত্য ও প্রাচ্যের ওষুধ রাজনীতি ও ব্যবসায়িক লাভের খপ্পরে পড়ে বিশ্বব্যাপী আরো বিপর্যয় ঘটাতে পারে  !!!

মুহাম্মদ মুনীর হুসাইন খান

تبصرہ ارسال

You are replying to: .