۴ آذر ۱۴۰۳ |۲۲ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 24, 2024
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হাওজা / আফগানিস্তানে ফেলে আসা সব যুদ্ধসরঞ্জাম ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তালেবান অসম্মত হলে দেশটিতে ফের বোমা হামলা চালানোর আহ্বান জানান তিনি।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী,  ট্রাম্পও এবার বলেছে : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেলে রেখে আসা সাড়ে আট হাজার কোটি ডলার অর্থাৎ ৮৫ বিলিয়ন ডলার অস্ত্র  তালেবানের উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দেওয়া নতুবা বোমা বর্ষণ করে সেগুলো ধ্বংস করে দেয়া উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের !!

কিছু দিন আগে আমার এক লেখায় আমি  উল্লেখ করে ছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো আফগানিস্তানে ৮৫ বিলিয়ন ডলারের অস্ত্র হয় ফেলে রেখে এসেছে নতুবা তা বিভিন্ন ভাবে তালেবানের হাতে তুলে দিয়েছে । শতশত জঙ্গী হেলিকপ্টার , জঙ্গী বিমান , হাজার হাজার ট্যাংক , সাঁজোয়া যান বিভিন্ন রেঞ্জের কামান ইত্যাদি তালেবানের হস্তগত হয়েছে !!

ট্রাম্প অংকের পরিমাণটা শুধু উল্লেখ করেছে ।

মুহাম্মদ মুনীর হুসাইন খান

تبصرہ ارسال

You are replying to: .