۲۷ اردیبهشت ۱۴۰۳ |۸ ذیقعدهٔ ۱۴۴۵ | May 16, 2024
ইমাম হোসাইন (আ:) এর বানী
ইমাম হোসাইন (আ:) এর বানী

হাওজা / হযরত ইমাম হোসাইন (আ:) থেকে বর্ণিত হাদীস।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস দানেশনামে ইমাম হোসেন পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:

ইমাম হোসাইন (আ:) বলেন:

کتب اخ للحسین بن علی c الی الحسین g کتابا یستبطئه فی مکاتبته. قال فکتب الیه الحسین g:

یا اخی لیس تأکید المودۀ فی کثرۀ الموازرۀ و لا بمواترۀ المکاتبۀ، ولکنها فی القلب ثابتۀ و عند النوازل موجودۀ.

 ইমাম হোসাইন আলাইহিস সালামের এক ভাই তার কাছে চিঠি লিখল এবং দেরিতে চিঠি প্রেরণ করার কারণে ক্ষমা প্রার্থনা করল।

  উত্তরে ইমাম হুসাইন আলাইহিস সালাম তাকে বললেন, বেশী বেশী দেখা সাক্ষাৎ করা কিংবা ঘন ঘন চিঠি লেখার মাধ্যমে ভালোবাসা মজবুত হয় না, বরং ভালোবাসা মানুষের অন্তরে দৃঢ় থাকে এবং বিপদাপদের সময় তার প্রকাশ ঘটে।

(দানেশনামে ইমাম হোসেন, হাদীস নং ৪০০৪)

অনুবাদক: আব্দুল্লাহ ও শারীফা খাতুন

تبصرہ ارسال

You are replying to: .