۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
পবিত্র  কোরআন
পবিত্র কোরআন

হাওজা / জনাব মুশ্তাক আহমেদ বলেন, ঐতিহাসিক শানে নুজুলসহ পবিত্র কোরআন বোঝা পড়াশোনা করা বিশাল অপরাধ।

হাওজা নিউজ বাংলা এজেন্সির রিপোর্ট অনুযায়ী,  ঐতিহাসিক শানে নুজুলসহ পবিত্র  কোরআন বোঝা পড়াশোনা করা বিশাল অপরাধ

আমরা শুনে আসছি ...লোকে বলেঃ  "সাহাবীদের সমালোচনা করলে ঈমান আর থাকবে না ৷"

সেই লোকদের যদি প্রশ্ন করা হয়, সাহাবী কাকে বলে ?? তখন তারা জবাব দেয়ঃ  নবীপাকের সাথী যারা ছিল, যারা নবীপাকের সঙ্গী, নবীকে দেখেছেন, নবীপাকের সঙ্গে ওঠাবসা করতো ৷

এ প্রসঙ্গে আমি ভাবনায় পড়ে গেলাম ৷ কারন নবীপাকের সাথে অনেকেই থাকতেন, নবীপাকের সঙ্গে ঔঠাবসা অনেকেই করতেন ৷ বহু লোক নবীপাককে দেখেছেন ৷ বহু লোক নবীপাকের সঙ্গে থাকতেন ৷

এখন আমি "সুরা মুনাফেক" পুরোটা শানে নুজুলসহ ঐতিহাসিক দৃষ্টিকোনসহ পড়াশোনা করে বুঝলাম, কিছু লোক নবীপাকের সঙ্গে ওঠাবসা করতে, তারা মুনাফেক ছিলেন ৷

সুরা মুনাফেক সেটাই বলছে ও সুরা মুনাফেক নাজিল হবার করানও ঔটাই, ....

সুরা মুনাফেক নাজিল করে আল্লাহপাক তাঁর হাবিবকে বলছেনঃ হে নবী, আপনার আশে পাশে কিছু লোক আপনার সাথে ওঠাবসা করে, তাদের মধ্যে কিছু লোক মুনাফেক ৷

এখন প্রশ্ন এসে যায় মুনাফেক কাকে বলে ??

আর একটি প্রশ্ন এসে যায়, মানুফেককে মুনাফেক বললে ঈমান চলে যাবে ....এই কথাটি কোরআনে কোথায় আছে ??

تبصرہ ارسال

You are replying to: .