হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস তুহাফুল উকুল পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:
ইমাম হোসাইন (আ:) বলেন:
إيّاكَ و ما تَعتَذِرُ مِنهُ ؛ فإنَّ المُؤمِنَ لا يُسيءُ و لا يَعتَذِرُ ، و المُنافِقَ كُلَّ يَومٍ يُسيءُ و يَعتَذِرُ .
যেসব কাজ করলে ক্ষমা চাইতে হয় সেসব কাজ থেকে দূরে থাক, কারণ ঈমানদার ব্যক্তি খারাপ কাজ করে না ফলে তাকে ক্ষমা চাইতে হয় না, কিন্তু মোনাফেক ব্যক্তি প্রতিদিন ভুল কাজ করে যার ফলে তাকে প্রতিদিন ক্ষমা চাইতে হয়।
(তুহাফুল উকুল, পৃ-২৪৮)
অনুবাদক: আব্দুল্লাহ ও শারীফা খাতুন