হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, রাসূলুল্লাহ (সাঃ) উহুদের যুদ্ধে শাহাদত বরণকারীদের সম্পর্কে বলিয়াছেন, আমি নিজে ইহাদের সাক্ষী। আবু বকর (রাঃ) তখন আরয করিলেন, হে আল্লাহর রাসূল! আমরা কি ইহাদের ভাই নহি? আমরাও তাহাদের মতো ইসলাম গ্রহণ করিয়াছি এবং তাহাদের মতো আল্লাহর রাহে জিহাদে রত রহিয়াছি। আপনি কি আমাদের পক্ষে সাক্ষী হইবেন না।
রাসূলুল্লাহ (সাঃ) বললেনঃ হ্যাঁ, কিন্তু জানা নাই আমার মৃত্যুর পর তোমরা কি করিতে শুরু করবে। ইহা শুনিয়া আবু বকর (রাঃ) কাঁদিতে লাগিলেন।
সূত্র : মুয়াত্তা মালেক - হাদিস নং - ৯৮৭ (জিহাদ অধ্যায়)।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ আমি হাউযে কাওসারের নিকট তোমাদের আগেই উপস্থিত থাকব। তোমাদের থেকে কিছু লোককে আমার নিকট পেশ করা হবে। কিন্তু আমি যখন তাদের পান করাতে অগ্রসর হব, তখন তাদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে।
আমি বলবঃ হে রব! এরা তো আমার সাহাবি। তখন তিনি বলবেন, আপনার পর তারা নতূন কি ঘটিয়েছে তা আপনি জানেন না।
সূত্র : বুখারী - হাদিস নং - ৬৫৭৩ (ইসলামিক ফাউন্ডেশন) / বুখারী - হাদিস নং - ৬৫৬০ (আধুনিক প্রকাশনী)।
হে আল্লাহ! মুহাম্মদ ও তাঁর পবিত্র বংশধরদের প্রতি শান্তি বর্ষণ করুন।
হে আল্লাহ! মোহাম্মদ (সা:) ও তাঁর পবিত্র বংশধারা আহলে বাইত (আ:) গণের দুশমন সকল মুনাফিকদের উপর অভিশাপ বর্ষণ করুন।
লেখা: মোহাম্মদ হোসাইন (সদস্য সচিব, বাংলাদেশ ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা)