۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
ইরাকের প্রখ্যাত সুন্নি আলেম
ইরাকের প্রখ্যাত সুন্নি আলেম

হাওজা / আমি মুসলমানদেরকে আলী ও হুসাইন আলাইহিমাস সালামের সাথে থাকার জন্য আহবান জানাচ্ছি।'

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, মুসলমানদের মধ্যে যারা ইমাম আলী (আ.) এবং মুয়াবিয়া-ইয়াযিদকে এক কাতারে দাঁড় করায় তাদের তীব্র সমালোচনা করে ইরাকের প্রখ্যাত সুন্নি আলেম ড. শেইখ আহমাদ আল-কুসাইবী বলেছেন, 'মুসলমানরা হয় আলীর সাথে বা না হয় মুয়াবিয়ার সাথে অথবা হুসাইনের সাথে বা ইয়াযিদের সাথে থাকবে। আমি মুসলমানদেরকে আলী ও হুসাইন আলাইহিমাস সালামের সাথে থাকার জন্য আহবান জানাচ্ছি।'

ইরাক ও আরব আমিরাতে সমানভাবে জনপ্রিয় এই প্রখ্যাত সুন্নি আলেম ড. শেইখ আহমাদ আল-কুসাইবী টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে বলেন, 'মুয়াবিয়াই একমাত্র ব্যক্তি যে, প্রকাশ্যে মেম্বর হতে কোন সাহাবীর অবমাননা করেছে।

তিনি আরো বলেন, 'মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান তার শাসনামলে নিজের মেম্বর হতে আলী ইবনে আবি তালিবের উপর গালি-গালাজ করার নির্দেশ দেয়!'

ইরাকি এ আলেম বলেন, 'মুসলমানরা একই সময় আলী ও তাঁর হত্যাকারীর অনুসারী এবং হুসাইন ও তাঁর হত্যাকারীর অনুসারী হতে পারে না; মুসলমানরা হয় আলীর সাথে নতুবা মুয়াবিয়ার সাথে অথবা হুসাইনের সাথে বা ইয়াযিদের সাথে। আর বরাবরের মতই আমি মুসলমানদের আলী ও হুসাইন আলাইহিমাস সালামের সাথে থাকার জন্য  আহবান জানাচ্ছি।'

উল্লেখ্য, ড. আল-কুবাইসী ইরাকের জামিয়্যাতে উলামায়ে ইসলামীর সভাপতি। তিনি ইরাকের পশ্চিম অঞ্চলের সুন্নি অধ্যুষিত প্রদেশ আল-আম্বারে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামি শরিয়তের উপর ডক্টরেট ডিগ্রি লাভ করার পর ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন টিভি চ্যানেল হতে প্রচারিত ইসলামি অনুষ্ঠানসমূহে উপস্থিত হয়ে আলোচনা করেন।

লেখা: রাসেল আহমেদ রিজভী

تبصرہ ارسال

You are replying to: .