হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ৫ সফর ১৩ সেপ্টেম্বর কারবালার মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী হযরত রুকাইয়া বিনতে ইমাম হোসাইন(আলাইহিস সালাম) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষা কেন্দ্রের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নবীউল ইসলাম এর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ আমজাদ হোসেন, পেশ ইমাম সদরঘাট ইমামবাড়া জামে মসজিদ, চট্টগ্রাম
বিশেষ অতিথি হিসাবে ইরান থেকে অনলাইনে আলোচনা পেশ করেন মাওলানা আব্দুল্লাহ হোসাইনী (পিএইচ ডি গবেষক তাফসীর বিভাগ), আল মোস্তফা (সা:) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কোম, ইরান এবং প্রতিষ্ঠাতা সভাপতি, পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ।
মোঃ মজিবুর রহমান, ভারপ্রাপ্ত আহ্বায়ক, বাংলাদেশ ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
সঞ্চালক: মোহাম্মদ হোসাইন, সদস্য সচিব, বাংলাদেশ ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং সেক্রেটারি, পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ।
বক্তাগণ কারবালায় নবী (সা:) এর
পবিত্র আহলে বাইতের সদস্যদের প্রতি কাফির ইয়াজিদ বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ ও হযরত রুকাইয়া বিনতে ইমাম হোসাইন (আ:)
সহ নবী পরিবারের বন্দী নারী ও শিশুদের প্রতি ইয়াজিদ ও তার বাহিনীর নির্মম নির্যাতন ও জুলুমের চিত্র তুলে ধরেন।
আল্লাহর শান্তি বর্ষিত হোক মুহাম্মদ ও তাঁর পবিত্র বংশধরদের উপর।
আল্লাহর অভিশাপ বর্ষিত হোক আহলে বাইতের সকল দুশমন মুনাফিকদের উপর।