۳۰ فروردین ۱۴۰۳ |۹ شوال ۱۴۴۵ | Apr 18, 2024
হজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী
হজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী

হাওজা / গ্রন্থ শিরোনাম : চল্লিশটি অমীয় বাণী। (সমস্যা সমাধানের জন্য বারোটি দোয়া সহ)

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী,  সংকলক : আল্লামা শেখ আব্বাস কুম্মী (রহঃ)।

বিষয় : চারটি জিনিস গোপন রাখা। ইমাম মুহাম্মদ বাক্বির (আঃ) বলেছেন :

اَرْبَعٌ مِنْ کُنُوْزِ الْبِرِّ کِتْمَانُ الْحَاجَةِ, وَ کِتْمَانُ الصَّدَقَةِ, وَ کِتْمَانُ الْوَجْعِ, وَ کِتْمَانُ الْمُصِیْبَةِ,

"চারটি জিনিস হল নেকী এবং পুণ্যের ভান্ডার।

নিজের প্রয়োজন, দানশীলতা,ব্যথা এবং কষ্ট সমূহ লুকানো।"

সূত্র, তোহাফুল উক্বুল পৃষ্ঠা ২১৬..

মুহাদ্দিস কুম্মী (রহঃ) বলেন, 'মাজমুয়াতুল ওয়ার্রাম' নামক গ্রন্থে আহনাফ থেকে রেওয়ায়েত বর্ণিত হয়েছে, যা বর্ণনা করার উপযুক্ত। (লেখক বলেছেন যে) আমি আমার চাচা সা'সার কাছে পেটে ব্যথার অভিযোগ করলে তিনি আমাকে বকাঝকা দিয়ে বলেন :

" নিজের মত ব্যাক্তির সামনে নিজের ব্যথার অভিযোগ কর না। কারণ তুমি যার সামনে অভিযোগ করছো সে যদি তোমার বন্ধু হয় তাহলে সে বিচলিত হবে এবং যদি শত্রু হয় তাহলে শুনে আনন্দিত হবে। একইভাবে তুমি যদি ব্যথিত হও তবে তার অভিযোগ সৃষ্টির কাছে কর না। কেননা যে নিজের ব্যথা উপশম করতে অক্ষম, সে কিভাবে তোমার ব্যথা উপশম করতে পারে। সুতরাং নিজের ব্যথা ওই সত্ত্বার কাছে প্রকাশ কর যে তোমাকে এই যন্ত্রণা দিয়েছেন। তিনি তোমার ব্যথা দূর করার এবং তোমাকে স্বস্তি দেওয়ার ক্ষমতা রাখেন।

হে ভাতিজা! চল্লিশ বছর হয়ে গেছে আমার এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। এই চোখ দিয়ে দূরের কিছুই দেখা যায় না। কিন্তু আমি এখনও পর্যন্ত আমার পরিবারের কাছে তা উল্লেখ করিনি।"

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।

অনুবাদ: হজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী (নাজাফ ইরাক)

تبصرہ ارسال

You are replying to: .