۳۰ اردیبهشت ۱۴۰۳ |۱۱ ذیقعدهٔ ۱۴۴۵ | May 19, 2024
সুইডিশ কার্টুনিস্ট
সুইডিশ কার্টুনিস্ট

হাওজা / হযরত মুহাম্মাদের ( সা )-এর ব্যাঙ্গাত্মক চিত্র অঙ্কন কারী সুইডিশ কার্টুনিস্ট এই জাহান্নামী কীটটি এবং কুখ্যাত ব্যাঙ্গাত্মক চিত্রটি আঁকার জন্য এই হারামজাদা ২০০৭ সাল থেকে প্রাণনাশের হুমকি পেলে সবসময় পুলিশ প্রহরাধীন ছিল ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে হযরত মুহাম্মাদের ( সা )-এর ব্যাঙ্গাত্মক চিত্র অঙ্কন কারী সুইডিশ কার্টুনিস্ট এই জাহান্নামী কীটটি এবং কুখ্যাত ব্যাঙ্গাত্মক চিত্রটি আঁকার জন্য এই হারামজাদা ২০০৭ সাল থেকে প্রাণনাশের হুমকি পেলে সবসময় পুলিশ প্রহরাধীন ছিল । কিন্তু পুলিশ প্রহরা তাকে শেষ  পর্যন্ত রক্ষা করতে পারে নি অপমৃত্যু ও নিহত

হওয়ার হাত থেকে ।

أَيْنَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَةٍ ۗ

তোমরা যেখানেই থাক না কেন সেখানেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে এমনকি সুরক্ষিত দুর্গেও ( টাওয়ারে ) যদি তোমরা থাকো ( আত্ম রক্ষার জন্য সেখানে  আশ্রয় নিলেও তোমরা  মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না ) । ((সূরা -ই নিসা : ৭৮)) ।

মৃত্যুর হাত থেকে কারো রেহাই নেই । এই জাহান্নামের কীটের সাথে তার দুই বডি গার্ড ( মুহাফিয ) পুলিশ অফিসারও জাহান্নামে গমন করেছে । (সুইডিশ কার্টুনিস্ট)

আর এ ভাবে অপঘাত ও অপমৃত্যুর শিকার হোক নবী করীম ( সা ) এবং তাঁর আহলুল বাইতের (আ) সকল শত্রু ও দুশমন এবং নির্বংশ হোক এ সব দুশমন ।

ইন্না শানিয়াকা হুওয়াল অবতার (( নিশ্চয়ই তোমার - মহানবীর সা - শত্রু নির্বংশ (অবতার ) )) ।

মুহাম্মদ মুনীর হুসাইন খান

تبصرہ ارسال

You are replying to: .