۲۹ اردیبهشت ۱۴۰۳ |۱۰ ذیقعدهٔ ۱۴۴۵ | May 18, 2024
হলদিয়াতে চল্লিশার শোক অনুষ্টান
হলদিয়াতে চল্লিশার শোক অনুষ্টান

হাওজা / গতকাল চলে গেলো ৩-রা অক্টোবর ২০২১, পবিত্র চল্লিশা উপলক্ষ্যে অনুষ্টিত হলো শোকের আরবাঈন অনুষ্টান ৷

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, সকাল দশটা থেকে শুরু হয় মহিলাদের মজলিশ ৷ তিনি এসেছিলেন কলকাতা শহর থেকে ৷ 

১২-০০টার দিকে জোহর ও আসরের নামাজ আদায় করা হয়, বাদ জোহর মূল মজলিশ শুরু হয় হুজ্জাতুল ইসলাম মওলানা আলী নকি সাহেব দ্বারা ৷ তিনি বলেনঃ "আল্লাহপাক যাকে যা মর্যাদা দিয়েছেন তার সেই মর্যাদা দিতে হবে, না হলে মানবজাতি ধ্বংস হয়ে যাবে ৷"

এরপর মজলিশ পড়েন জনাব মওলানা আসগার আলী সাহেব ৷ তিনি বলেনঃ আহলে বাইতের প্রতি মহব্বত না করলে মুসলমানদের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না ৷

শেষে মজলিশ পড়েন channel win এর বক্তা হুজ্জাতুল ইসলাম মওলানা সেখ সাবির রেজা সাহেব, তিনি বলেনঃ "সত্যবাদীর সঙ্গে হবার জন্য কোরআন তাগিদ দিয়েছে ৷ সেই সত্যবাদী করা ?? আমাদের জানতে হবে ৷ এবং মিথ্যাবাদীকে সত্যবাদী বানানো যাবে না ৷"

পুরো অনুষ্টানটি পরিচালনা করেন channel satyer pathe এর সম্পাদক জনাব মুস্তাক আহমদ, তিনি বলেনঃ মানবজাতির জন্য খলিফা আল্লাহ বানান, এতে মানুষের কোন অধিকার নেই ৷ আর এটা মেনে নেবার নাম হলো আল্লাহপাক আমাদের অবিভাবক ৷

অনুষ্টানের মাঝে মাঝে নোহা পরিবেশন করছিলেনঃ মাস্টার সাইনূর মীর, সেকেন্দার সাহেব, মোফাজ্জুল হোসেন সাহেব ৷

এদিন বাংলার বিভিন্ন জেলা থেকে আযাদারী হিসাবে উপস্থিত হয়েছিলেন প্রায় ৫০০ নারী পুরুষ ৷ ৩০০ জন পুরুষ, ১৫০ জন নারী ও ৫০জন শিশু৷

মজলিশের শেষে শোক মিছিল বার হয়, পুলিশসহ হলদিয়া হাইরোড় পর্যন্ত জুলুশটি বার হয় ৷

تبصرہ ارسال

You are replying to: .