হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, শুক্রবার আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণে কয়েকশো মানুষ হতাহত হওয়ার পর এ কথা বললেন ইরানের প্রেসিডেন্ট। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
হামলায় হতাহতের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়ে আফগানিস্তানের সরকার ও জনগণকে বার্তা পাঠিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাঈসী। বোমা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, এ কথা কারো অজানা নয় যে, মার্কিন সমর্থন ও পরিকল্পনায় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আফগানিস্তানে বেড়ে উঠেছে।
ইরানি প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা দায়েশকে আফগানিস্তানে তৎপরতা চালানোর সুযোগ করে দিয়েছে এবং তাদের মূলোৎপাটনের ক্ষেত্রে বাধা দিয়েছে।
তিনি আরো বলেন, সন্ত্রাসীরা পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম দিনে এই বর্বরতা চালিয়েছে অথচ রবিউল আউয়াল মাস হচ্ছে মুসলমানদের পবিত্র মাস।