۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
কুরআন
কুরআন

হাওজা / কুরআন অবমাননা নিয়ে বাংলাদেশের বিভিন্ন শহরে প্রতিবাদ দেখা দিয়েছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের কুমিল্লায় কুরআন অবমাননার প্রতিবাদে আজ রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। এসময় বিশৃঙ্খলার চেষ্টা করার দায়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আজ (শুক্রবার) জুমার নামাজের আগে পরে অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াতে আগে থেকে সতর্ক অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ-র‌্যাবের পাশাপাশি মোতায়েন করা ছিল বিজিবি সদস্য। এ ছাড়া মসজিদের আশেপাশের প্রধান সড়কে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান গাড়িও মোতায়েন রাখা হয়।

এ রমকম কঠোর নিরাপত্তার মধ্যেও জুমার নামাজের পর পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন কয়েকশ’ সাধারণ মুসল্লি। মিছিলটি বিজয়নগর সড়ক ধরে কাকরাইলের নাইটেঙ্গেল মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। উত্তেজনাকর পরিস্থিতি সামলাতে পুলিশ জলকামান দিয়ে মুসল্লিদের ছাত্রভঙ্গ করে দেয়। মিছিলকারীরা বিভিন্ন অলিগলিতে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে। পুলিশ তখন বিভিন্ন গলির মুখে অবস্থান নিয়ে টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে এবং শটগানের গুলি ছুড়ে তাদের হটিয়ে দেয়। 

প্রায় এক ঘণ্টা ধরে এই সংঘর্ষের সময় গুলিস্তান ও পল্টন এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকে।

পুলিশের একাধিক সূত্র জানায়, সাধারণত বায়তুল মোকাররম মসজিদ থেকে যেসব বিক্ষোভ হয়, সেইগুলো কোনো না কোনো সংগঠন কিংবা রাজনৈতিক দল নেতৃত্ব দিয়ে থাকে। কিন্তু আজকের এই বিক্ষোভে প্রকাশ্যে কেউ নেতৃত্বে ছিল না। তাই মিছিলটি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।

تبصرہ ارسال

You are replying to: .