۱۶ اردیبهشت ۱۴۰۳ |۲۶ شوال ۱۴۴۵ | May 5, 2024
জাশনে মিলাদুন নবী (সঃ)
জাশনে মিলাদুন নবী (সঃ)

হাওজা / হযরত মুহাম্মাদ (সঃ) ও ইমাম জাফর সাদিক্ব (আঃ)-এর পবিত্র জন্মদিবস উপলক্ষে এক বিরাট বড় মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়েছিল।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগানাহ জেলার অন্তর্গত সোমপুর গ্রামে  (রবিবার) হযরত মুহাম্মাদ (সঃ) ও ইমাম জাফর সাদিক্ব (আঃ)-এর পবিত্র জন্মদিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের বিখ্যাত ওলামা ও কবিগণদের উপস্থিতিতে এক বিরাট  বড় মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়েছিল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিখ্যাত বক্তা ও কবিগণঃ

ক্বুরআন তিলাওয়াত করবেনঃ জনাব মাওলানা জাফরুল হাসান সাহেব (ছাত্র-নাজাফী হাউজ মুম্বাই)।

পরিচালকঃ জনাব মাওলানা আলিরেজা (রানা) সাহেব (পেশ ইমাম বকচরা)।

বক্তা ও কবিগণঃ

জনাব মাওলানা রহিম উদ্দিন সাহেব (ঢালিপাড়া)।

জনাব মাওলানা জামশেদ আলী সাহেব (নারিকেলবেড়িয়া)।

জনাব মাওলানা জাফরুল হাসান সাহেব (ছাত্র-নাজাফী হাউজ - মুম্মাই)।

জনাব মাওলানা আলিরেজা (রানা) সাহেব (সোমপুর)।

জনাব কাসেদ আলী মন্ডল সাহেব (বকচরা)।

জনাব ত্বকী আলী সাহেব (কেওটশা)।

জনাব জনাব মাওলানা জাফরুল হাসান সাহেব (ছাত্র-নাজাফী হাউজ মুম্মাই)।

জনাব মুজাফফার আলী (সিন্টু) সাহেব (কেওটশা)।

জনাব মাওলানা মদদ আলী সাহেব (পেশ ইমাম কুলিয়া)।

জনাব আব্বাস আলী সাহেব (হাউজাতুল মাহদী - হায়দ্রাবাদ)।

জনাব শাহিনশা সাহেব।

এছাড়া আরো অন্যান্য কবি আছে।

পরিচালনায়ঃ আঞ্জুমানে ইয়াদগারে আহলেবাইত (আঃ) সোমপুর।

تبصرہ ارسال

You are replying to: .